আমস্টারডাম: হাঁটুর দ্বিতীয় অস্ত্রোপচারের পর সুরেশ রায়না জানালেন, ফের অপারেশন টেবিলে ওঠাটা তাঁর পক্ষে খুব কঠিন সিদ্ধান্ত ছিল। কারণ, অস্ত্রোপচারের পর তাঁকে বেশ কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হবে।
গত মরসুম থেকেই হাঁটুর চোটে বিব্রত ৩২ বছর বয়সী ভারতীয় তারকা। আপাতত তাঁর সেরে উঠতে অন্তত ছয় সপ্তাহ সময় লাগবে। আসন্ন ঘরোয়া মরসুমের অনেকটা সময়ই খেলতে পারবেন না উত্তর প্রদেশের তারকা ক্রিকেটার।
সোশ্যাল মিডিয়ায় রায়না লিখেছেন, ‘হাঁটুর দ্বিতীয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়াটা ভীষণ কঠিন ছিল কারণ আমাকে বেশ কয়েকমাস মাঠের বাইরে থাকতে হবে। কয়েক সপ্তাহ আগে এই সিদ্ধান্তের কথা ভাবতেই পারিনি। তবে ব্যথা বাড়ার পর বুঝতে পারি আর কোনও রাস্তা নেই।’ রায়না যোগ করেছেন, ‘আশা করছি খুব শীঘ্রই নিজের পায়ে দাঁড়াব, মাঠে ফিরব এবং নিজের সেরাটা দেব।’
জাতীয় দলের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান রায়না। তবে গত বছরের জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে খেলার পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রতিনিধিত্ব করার আর সুযোগ পাননি।
রায়না লিখেছেন, ‘২০০৭ সালে হাঁটুর সমস্যা প্রথম দেখা যায় এবং অস্ত্রোপচারও হয়। পরে ডাক্তার ও ট্রেনারের সাহায্যে দ্রুত মাঠে ফিরেছিলাম এবং ক্রিকেটের প্রতি একশো শতাংশ দিয়েছিলাম। তবে গত বছর দুয়েক ধরে ফের সেই অস্বস্তি ফিরে এসেছে। হাঁটুর পেশির জোর বাড়াতে ট্রেনারের প্রশিক্ষণে অনেক পরিশ্রম করেছিলাম। তবে অস্ত্রোপচারের পর দ্রুত সেরে উঠছি। ডাক্তার, পরিবার বন্ধু ও প্রত্যেককে ধন্যবাদ জানাই।’
হাঁটুর দ্বিতীয় অস্ত্রোপচারের সিদ্ধান্ত ভীষণ কঠিন ছিল, জানালেন সুরেশ রায়না
Web Desk, ABP Ananda
Updated at:
11 Aug 2019 01:39 PM (IST)
জাতীয় দলের হয়ে ১৮টি টেস্ট, ২২৬টি ওয়ান ডে এবং ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি ব্যাটসম্যান রায়না
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -