সোনাক্ষী ওই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিওতে দেখা গিয়েছে যে, সোনাক্ষীর পাশে বসে সাংবাদিকদের সঙ্গে ‘মিশন মঙ্গল’ সম্পর্কে বলছেন অক্ষয়। এই সময়ই নিজের চেয়ারটি একটু পিছনে সরিয়ে যেন আরামদায়কভাবে বসার চেষ্টা করেন। আর তখনই সোনাক্ষীর এক হাত দিয়ে তাঁকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে চেয়ার সহ উল্টে নিচে পড়ে যান অক্ষয়!
সবার সম্বিত ফেরার আগে সোনাক্ষী বলেন, ‘আমাকে কেউ বিরক্ত করলে এমনটাই করি’।
এর পরের যে ভিডিওটি সোনাক্ষী শেয়ার করেছেন সেখানে সিনেমার সহ অভিনেত্রী তাপসী পান্নু জানান, আসলে পুরোটাই ছিল একটা কৌতুক মাত্র। তাপসী জানিয়েছেন, এটা ছিল অক্ষয়েরই পরিকল্পনা।
‘মিশন মঙ্গল’-এ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মঙ্গল অভিযানের কাহিনী তুলে ধরা হয়েছে। সিনেমায় দেখা যাবে বিদ্যা বালন, কীর্তি কুলহারির মতো তারকাদেরও। আগামী ১৫ মুক্তি পাবে এই সিনেমা।