সম্প্রতি অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলে নিউজিল্যান্ডের প্রাক্তন কোচ মাইক হেসনকে প্রধান কোচ করার কথা ঘোষণা করেছে কিংস ইলেভেন পঞ্জাব। হেসনের সঙ্গে দু’বছরের চুক্তি করা হয়েছে। এরপরেই এই দলে সহবাগের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ক্রিকেটমহলে জল্পনা, সেই কারণেই সরে গেলেন সহবাগ। কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন সহবাগ
Web Desk, ABP Ananda | 04 Nov 2018 02:11 PM (IST)
নয়াদিল্লি: আগামী আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর হিসেবে আর দেখা যাবে না বীরেন্দ্র সহবাগকে। এই প্রাক্তন বিস্ফোরক ব্যাটসম্যান নিজেই কিংস ইলেভেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেছেন। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে দুই মরসুম খেলার পর ২০১৬ সালে মেন্টর হন সহবাগ। এবার সরে যাওয়ার বিষয়ে তিনি ট্যুইট করে বলেছেন, ‘সব ভাল জিনিসেরই শেষ থাকে। কিংস ইলেভেন পঞ্জাবে ২ বছর মরসুম খেলোয়াড় এবং ৩ মরসুম মেন্টর হিসেবে আমি সুন্দর সময় কাটিয়েছি। এবার কিংস ইলেভেন পঞ্জাবের সঙ্গে আমার সম্পর্ক শেষ হচ্ছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দলকে শুভেচ্ছা জানাচ্ছি।’