গত বৃহস্পতিবার পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় কমপক্ষে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। আরও বেশ কয়েকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত তিন দশকে উপত্যকায় এটাই সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা।
সহবাগ তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, আমরা যাই-ই করি, তা যথেষ্ট হবে না, কিন্তু আমি অন্তত প্রস্তাব দিতে পারি যে, পুলওয়ামায় শহিদ নির্ভীক জওয়ানদের ছেলেমেয়েদের ঝঝ্ঝরে আমার সহবাগ ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনার দিকটা সম্পূর্ণ দেখতে পারি। এমনটা করতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব।
হরিয়ানা পুলিশে কর্মরত তারকা বক্সার বিজেন্দর সিংহ তাঁর একমাসের মাইনে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। অলিম্পিকে পদকজয়ী বিজেন্দর বলেছেন, পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় শহিদ জওয়ানদের জন্য আমার একমাসের মাইনে দান করছি। আমি চাই এভাবে সবাই এগিয়ে আসুক ও শহিদদের পরিবারের পাশে দাঁড়ান। ওদের পাশে থাকা আমাদের নৈতিক কর্তব্য।