কলকাতা: ভারতীয় দলের কোচ বাছাই নিয়ে বীরেন্দ্র সহবাগের আক্রমণের পাল্টা জবাব দিলেন বিসিসিআই-এর ক্রিকেট পরামর্শদাতা কমিটির অন্যতম সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, ‘আমার কিছু বলার নেই। সহবাগ বোকার মতো কথা বলেছে।’


ভারতের কোচ হতে না পারার কারণ হিসেবে সহবাগ দাবি করেন, যাঁরা কোচ বাছাই করছিলেন, তাঁদের সঙ্গে ‘সেটিং’ ছিল না। বিসিসিআই-এর দু’জন কর্তা ও ভারতের কোচ রবি শাস্ত্রী তাঁকে বিপথে চালিত করেছিলেন বলেও অভিযোগ করেন সহবাগ। সে প্রসঙ্গে কোনও মন্তব্য করতে না চাইলেও, ‘সেটিং’ নিয়ে সহবাগের দাবি উড়িয়ে দিয়েছেন সৌরভ।

সিএবি সভাপতি সৌরভ এখন ২১ তারিখ ইডেনে ভারত-অস্ট্রেলিয়া একদিনের ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। তিনি জানিয়েছেন, ২৫ হাজার কমপ্লিমেন্টারি টিকিট বিলি করা হয়ে গিয়েছে। বিক্রির জন্য ৩০ হাজার টিকিট রাখা হয়েছিল। তার মধ্যে অর্ধেক টিকিট বিক্রি হয়ে গিয়েছে। এখনও কয়েকদিন আছে। ফলে সব টিকিট বিক্রি হয়ে যাবে বলেই আশা করছেন তাঁরা।