চেন্নাই: অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কোনওদিনই স্পিনারদের বিরুদ্ধে স্বচ্ছন্দ নন। সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজেও সমস্যায় পড়তে হয়েছিল স্টিভ স্মিথদের। রবিবার চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচেও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের স্পিন-সহায়ক উইকেটেই ব্যাট করতে হবে। তার উপর ভারতীয় দলে আছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। মূলত তাঁর কথা মাথায় রেখেই অস্ট্রেলিয়ার স্পিন-পরামর্শদাতা শ্রীধরন শ্রীরাম উড়িয়ে আনেন কেরলের অখ্যাত চায়নাম্যান বোলার কে কে জিয়াসকে। তিনি নেটে বল করেছেন। তাঁর বলে অনুশীলন করেই কুলদীপের বিরুদ্ধে ব্যাট করতে চলেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা।

আইপিএল-এ দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলেছিলেন ২৫ বছর বয়সি জিয়াস। তাঁর পাশাপাশি তামিলনাড়ুর বাঁ হাতি স্পিনার কান্নন ভিগনেশকেও অস্ট্রেলিয়ার নেটে বল করতে দেখা যায়। শুরুতে পাশাপাশি দুটি নেটে বল করছিলেন অ্যাশটন আগর ও জিয়াস। পরে যোগ দেন ভিগনেশ।

জিয়াসকে নেটে বল করতে ডাকা প্রসঙ্গে স্মিথ বলেছেন, ‘ভারতীয় দলে কুলদীপ যাদব আছে। ও হয়তো খেলবে। ওর মতো বোলিং করে এরকম একজনের বিরুদ্ধে অনুশীলন করার সুযোগ পেয়েছি আমরা। সারা পৃথিবীতে চায়নাম্যান বোলার বেশি নেই। এই ধরনের বোলাররা আলাদা ধরনের হয়। তাই একজন চায়নাম্যান বোলারের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পেয়ে আমাদের উপকারই হল।’