মুম্বই: আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সহবাগ। এক সাক্ষাত্কারে তিনি সাফ জানিয়েছেন, আইপিএলে আমি চার-ছক্কা দেখতে চাই। সে আমার দলই হোক বা অন্য দল। কারণ, এ ধরনের ক্রিকেটাই আমি খেলেছি আর সেটাই দেখতে চাই।
এবার আইপিএলের নিলামে কোনও প্লেয়ারদের চাহিদা তুঙ্গে থাকবে, তা নিয়ে স্বচ্ছ ধারনা রয়েছে ভারতীয় দলের প্রাক্তন বিধ্বংসী ওপেনার। তিনি বলেছেন, জানুয়ারির ২৭ ও ২৮ তারিখের নিলামে বেন স্টোকস, ডোয়েন ব্র্যাভো এবং মিচেল স্টার্কের মতো বিদেশী খেলোয়াড়দের প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিই নিতে চাইবে। স্টোকসের দর দেড় মিলিয়ন ডলার পর্যন্ত উঠলেও আশ্চর্য হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বীরু। প্রথমসারির ভারতীয় খেলোয়াড়দের দরও ১০-১২ কোটি টাকা হবে বলেই মনে করছেন তিনি। অন্যান্যদের মধ্যে ক্রুনাল পান্ড্য, দীপক হুডার চাহিদাও বেশ ভালোরকমই হবে বলে মনে করছেন বীরু।
নিজের ফ্র্যাঞ্জাইজির জন্য কোন কোন প্লেয়ারদের তিনি চাইছেন, এই প্রশ্নের উত্তরে সহবাগ বলেছেন, দলের সমর্থকরা চান যুবরাজ সিংহ ও হরভজন সিংহর মতো প্লেয়ারদের। যুবরাজ তাঁর সেরা সময়টা পেরিয়ে এসেছেন বলে বিভিন্ন মহলে যে কথা চলছে, তার সঙ্গে একেবারেই সহমত নন বীরু। তিনি বলেছেন, যুবি এখন ভারতীয় দলে নেই। কিন্তু তা সত্ত্বেও যুবি দুরন্ত প্লেয়ার। ওর প্রতিভা এখনও পুরোমাত্রায় রয়েছে। ভারতীয় দলে যারা রয়েছে, তাদের মধ্যেও কেউ ফর্ম হারাতে পারে। যুবির মতো প্লেয়ার আর কখনও আসবে বলে মনে হয় না। ফর্মে থাকলে ও ম্যাচ উইনার।
ভারতীয় দলে যুবির ফেরার সম্ভাবনা সংক্রান্ত প্রশ্নের উত্তরে বীরু বলেছেন, এটা সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। ঘরোয়া ক্রিকেটে ভালো খেললে এবং ইয়ো ইয়ো টেস্ট উতরোলে কেন সুযোগ পাবে না। আশিষ নেহরা যদি ৩৬ বছরে কামব্যাক করতে পারে তাহলে যুবি পারবে না কেন?