নয়াদিল্লি: মাঠের মতো সোশ্যাল মিডিয়াতেও বর্ণময় মেজাজেই থাকেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ধরনের মন্তব্য অনুরাগীদের নজর কাড়ে। আর হাস্যরসের মিশেল ঘটিয়ে ট্যুইট করার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার। এবারও এমন একটা ট্যুইট করেছেন, যেখানে নিজেকেই কটাক্ষ করেছেন তিনি। ২০১১-র ইংল্যান্ড সফরে নিজের ব্যাটিং ব্যর্থতা নিয়ে মজাদার ওই ট্যুইট করেছেন সহবাগ। ওই সিরিজে একটি টেস্টও জিততে পারেনি ভারত। সিরিজে বীরুর ব্যাটে ছিল রানের খরা। ২০১১-তে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের তাঁর দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তিনি। এই ঘটনাকে বলা হয় কিং পেয়ার।
সহবাগের ট্যুইট- ‘আট বছর আগে আজকের দিনেই ২ দিনের যাত্রায় ইংল্যান্ডে পৌঁছে ১৮৮ ওভার ফিল্ডিংয়ের পর বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে আমি কিং পেয়ার করেছিলাম। অনিচ্ছাকৃতভাবেই আর্যভট্টকে শ্রদ্ধা নিবেদন করেছিলাম। সাফল্যের সম্ভাবনা যেখানে শূন্য, সেখানেই কী করতে পারেন? এমনটা মনে হলে তাই-ই করুন’।



সিরিজের প্রথম দুটি টেস্টে খেলেননি সহবাগ। চার ম্যাচের সিরিজে তৃতীয় টেস্টে খেলেছিলেন তিনি। কিন্তু দলে ফেরাটা একেবারেই সুখকর হয়নি তাঁর।
প্রথম ইনিংসে স্টুয়ার্ট ব্রডের শিকার হয়েছিলেন তিনি। দ্বিতীয় ইনিংসেও স্কোরবোর্ডে কোনও রান যোগ করতে পারেননি সহবাগ। জেমস অ্যান্ডারসনের বলে আউট হন তিনি।
ওই টেস্টে ভারত ২২৪ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড অ্যালেস্টার কুকের ২৯৪ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৭১০ রানের পাহাড় খাড়া করে। দ্বিতীয় ইনিংসে ভারত ২৪২ রানে অলআউট হয়ে যায়। ইংল্যান্ড ইনিংস ও ২৪১ রানে ম্যাচ জেতে। ভারত ওই সিরিজে ৪-০ হেরে গিয়েছিল।