পোর্ট অফ স্পেন:গতকাল রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত ৫৯ রানে জিতেছে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে খেলার মীমাংসা হয়। কিন্তু ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান ও বোলাররাই দাপট দেখিয়েছেন। বোলিং বিভাগে ভারতের বোলারদের মধ্যে সেরা ছিলেন ভুবনেশ্বর কুমার। নিজের বোলিংয়েই একহাতে তিনি এমন একটা ক্যাচ নিয়েছেন, যার উচ্ছ্বসিত প্রশংসায় মেতেছেন অনুরাগীরা।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩৫ তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে দলের জয়ের পথ মসৃণ করেন ভুবনেশ্বর। ওভারের পঞ্চম বলটি ছিল লেংথ বল। ব্যাটসম্যান রস্টন চেজ ডিফেন্স করার চেষ্টা করেন।কিন্তু বল তাঁর ব্যাটে লেগে ভুবির দিকেই উড়ে আসে। কিন্তু তিনি তখন বল থেকে অনেকটাই দূরে ছিলেন। কিন্তু বল শূন্যে দেখে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে একহাতে ক্যাচ ধরেন ভারতীয় পেসার। চেজ ১৮ রান করে প্যাভিলিয়নে ফেরত যান।




এই দুরন্ত ক্যাচের আগে ওই ওভারেই ক্রিজে জমে যাওয়া নিকোলাস পূরন (৪২)-কে আউট করে ম্যাচের রঙ পাল্টে দেন। এর আগে ইনিংসের শুরুতে ক্রিস গেইলকে আউট করেন ভুবনেশ্বর। কেমার রোচও তাঁর বলেই আউট হন। ৮ ওভারে বল করে ৩১ রানে চার উইকেট দখল করেন ভুবনেশ্বর।