নয়াদিল্লি: ব্যাটিং করার সময় প্রায়ই চোখ পিটপিট করতেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়কের এই অভ্যাস নিয়েই এবার ট্যুইটারে মজা করলেন বীরেন্দ্র সহবাগ। দুটি পান্ডার ছবি দিয়ে চোখের পার্থক্য উল্লেখ করে সহবাগ বলেছেন, পরিচিত কেউ চশমা খুললে এমনই দেখতে লাগে।


অন্য একটি ট্যুইটে আবার সহবাগ বলেছেন, একটি ছবি দাদা গঙ্গোপাধ্যায়ের এবং অপরটি চিনা গঙ্গোপাধ্যায়ের। সৌরভ যেভাবে স্পিনারদের মাঠের বাইরে পাঠানোর আগে চোখ পিটপিট করতেন, সেটা তাঁর মনে আছে।