নয়াদিল্লি: বিশ্বকাপ অতীত। এবার নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি ভারতীয় ক্রিকেটাররা। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণা করবেন নির্বাচকরা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তিনটি করে টি-২০ ও একদিনের আন্তর্জাতিক এবং দু’টি টেস্ট খেলবে ভারত। এই সফরে সীমিত ওভারের ম্যাচগুলিতে অধিনায়ক বিরাট কোহলি ও পেসার জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া বাঁ হাতি ওপেনার শিখর ধবন ও মহেন্দ্র সিংহ ধোনি দলে থাকবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।


আজ বৈঠকে বসেছিলেন বিসিসিআই-এর প্রশাসক কমিটির সদস্যরা। ভারতীয় দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এটাই ছিল প্রথম বৈঠক। এই বৈঠকের পর বিসিসিআই-এর এক সদস্য জানিয়েছেন, ‘১৯ জুলাই মুম্বইয়ে বৈঠকে বসবেন নির্বাচকরা। ধোনির বিষয়ে আমরা কিছু জানি না। সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে ক্রিকেটারের কথোপকথনই প্রাসঙ্গিক। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলব, বিশ্বকাপে ভাল খেলেছে ধোনি। ও ভবিষ্যতে খেলবে কি না, সে বিষয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারে।’

অন্য এক বিসিসিআই কর্তা জানিয়েছেন, ‘আজকের বৈঠকে বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয়নি। ক্রিকেটারদের খেলার জন্য পছন্দ অনুযায়ী ম্যাচ বেছে নেওয়ার বিষয়টি নিয়ে অবশ্য আলোচনা হয়। প্রশ্ন উঠছে, কে ক্রিকেটারদের ম্যাচ বেছে নেওয়ার অধিকার দিচ্ছে? ক্রিকেটাররা নিজেরাই কি এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে না নির্বাচকদের জানাচ্ছে? সাধারণ মত হল, এ বিষয়ে আরও ভালভাবে আলোচনা দরকার। ক্রিকেটাররা ম্যাচ বেছে খেলতে পারে না। বিশ্বকাপে যে ক্রিকেটাররা খেলেছে, তাদের অধিকাংশই আইপিএলের সব ম্যাচ খেলেছিল। ওরা তখন বিশ্রাম চায়নি।’