নয়াদিল্লি: বিশ্বকাপ চলাকালীন ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ১৫ দিনের বেশি স্ত্রীকে রাখার অনুমতি দেয়নি বিসিসিআই-এর প্রশাসক কমিটি। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই বিশ্বকাপ চলাকালীন সাত সপ্তাহ স্ত্রীকে সঙ্গে রাখার অভিযোগ উঠেছে এক ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। বিসিসিআই সূত্রে খবর, এ বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসক কমিটিকে কিছু জানানো হয়নি। তবে ভবিষ্যতে এ বিষয়ে আলোচনা হতে পারে।


বিসিসিআই সূত্রে খবর, ওই ক্রিকেটার ১৫ দিনের বেশি স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি চেয়ে আবেদন জানান। কিন্তু ৩ মে প্রশাসক কমিটির বৈঠকে সেই অনুমতি নাকচ করে দেওয়া হয়। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘৩ মে-র বৈঠকে ওই খেলোয়াড়কে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ১৫ দিনের বেশি স্ত্রীকে সঙ্গে রাখার অনুমতি দেওয়া যাবে না। কিন্তু ওই খেলোয়াড় নিয়ম লঙ্ঘন করেন। এখন প্রশ্ন হল, তিনি কোচ ও অধিনায়কের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কি না। উত্তর হল, না।’

অন্য এক বিসিসিআই কর্তা বলেছেন, ‘প্রশাসনিক ম্যানেজার সুনীল সুব্রহ্মণ্যম কী করছিলেন? দলের অনুশীলন পর্যবেক্ষণ করা তাঁর কাজ নয়। সেটা দেখার জন্য কোচ, অধিনায়ক এবং অন্যান্য সাপোর্ট স্টাফরা আছেন। আশা করি প্রশাসক কমিটি এ বিষয়ে ম্যানেজারের কাছ থেকে রিপোর্ট চাইবে।’