জেনেভা: নতুন কীর্তি গড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। নিজের কেরিয়ারের ১০০ তম ট্যুর লেভেল ট্রফি জিতে ফেললেন নোভাক জকোভিচ। শনিবার গোনেট জেনেভা ওপেন জিতে ফেললেন সার্বিয়ান টেনিস সুপারস্টার। পোল্যান্ডের হুবার্ট হুরকাচের বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নিলেন নোভাক। প্রায় ৩ ঘণ্টা ৫ মিনিটের লড়াইয়ের পর শেষ হাসি হাসেন নোভাক। খেলার পর ২৪ গ্র্যান্ডস্লাম মালিকের পক্ষে ৫-৭, ৭-৬(২), ৭-৬(২) সেট। এই জয়ের সঙ্গে সঙ্গেই রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন নোভাক। ওপেন এরাতে রজার ফেডারার ও জিমি কোনর্স এর আগে একমাত্র একশো বা তার বেশি এটিপি ট্রফি জিতেছেন। ফেডেক্সের ১০৩ ও কোনর্সের ঝুলিতে রয়েছে ১০৯টি এটিপি ট্রফি। সেই ক্লাবে এবার জোকারও। আটত্রিশ পেরনো জোকার চেষ্টা করবেন এই দুজনকে টেক্কা দিয়ে সর্বাধিক এটিপি ট্রফি জয়ের রেকর্ডও নিজের দখলে করার।

খেলার পর সার্বিয়ান তারকা বলেন, ''অনেক খাটতে হয়েছে এই ম্য়াচ জেতার জন্য আমাকে। হুবার্ট আমার থেকেও বেশি এই ম্য়াচে বারবার জয়ের কাছে পৌঁছে যাচ্ছিল। প্রথম সেটে ওর সার্ভ ভাঙার কিছু সুযোগ ছিল আমার, কিন্তু শেষে আমি একটি বাজে গেম খেলি, যেটা ডাবল ফল্ট দিয়ে শেষ হয় এবং সে সেট জিতে যায়।'' নোভাক আরও বলেন, ''উচ্চমানের খেলায় অল্প কয়েকটি পয়েন্টই ম্য়াচের ফল নির্ধারণ করে দেয়। অবিশ্বাস্য একটা ম্য়াচ হল। আমি জানি না কীভাবে ওর সার্ভ ব্রেক করলাম। শততম এটিপি ট্রফি জিততে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। পরিশ্রমের ফল পেলাম।''

 

এর আগে এটিপি মাস্টার্স ১০০০-র প্রবীণতম সেমিফাইনালিস্ট হিসেবে নজির গড়েছিলেন নোভাক জকোভিচ। টেক্কা দিয়েছিলেন কিংবদন্তি রজার ফেডেরারকে। কোয়ার্টার ফাইনালে জোকার হারিয়ে দিলেন সেবাস্তিয়ান করডাকে। খেলার ফল ছিল জোকারের পক্ষে ৬-৩, ৭-৬ (৪)। ৩৭ বছর ১০ মাস বয়সে এই নজির গড়ে ফেললেন জোকার। ২০১৯ সালে এই মিয়ামি ওপেনের শেষ চারে পৌঁছেছিলেন রজার ফেডেরার। তখন তাঁর বয়স ছিল ৩৭ বছর ৭ মাস। এতদিন সবচেয়ে বেশি বয়সে এই শেষ চারে পৌঁছনোর নজির ছিল সুইস টেনিস সম্রাটের দখলেই। কিন্তু এবার ফেডেরারের রেকর্ডও ভেঙে দিলেন জোকার। যদিও এবারের মিয়ামি ওপেন জিততে পারেননি জোকার। তবে এই এটিপি মাস্টার্স জয় ফরাসি ওপেনের আগে তাঁর আত্মবিশ্বাস বাড়াবে।