প্যারিস: ফরাসি ওপেনে বড়সড় অঘটন। ছিটকে গেলেন সেরিনা উইলিয়ামস। বিশ্বের প্রাক্তন এক নম্বর তথা এবারের সপ্তম বাছাই সেরিনার ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্নভঙ্গ ঘটালেন কাজাখস্তানের তারকা এলেনা রাবাকিনা। এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি।
রবিবার রোলঁ গ্যারোজে ১ ঘণ্টা ১৭ মিনিটের লড়াইয়ে মহিলা সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরিনাকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার পৌঁছে গেলেন রাবাকিনা। প্রথম সেট তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে সেরিনা লড়াই করলেও শেষরক্ষা করতে পারেননি। উত্তেজক দ্বিতীয় সেটটিও ৭-৫ ব্যবধানে জিতে নেন টুর্নামেন্টে ২১তম বাছাই এলেনা।
৬ বছর আগে, ২০১৫ সালে শেষবার ফরাসি ওপেন জিতেছিলেন সেরিনা। ২০১৮ সালের পর এবার ফের তিনি বিদায় নিলেন প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই। তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সেরিনা অস্ট্রেলীয় ওপেন ও উইম্বলডন খেতাব জিতেছেন সাতবার করে। যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ৬ বার। এবার তিনি নেমেছিলেন কেরিয়ারের চতুর্থ ফরাসি ওপেন জিততে। ওপেন যুগে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেও মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে সেরিনার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। এখন তাঁকে অপেক্ষা করতে হবে চলতি মাসেই শুরু হতে চলা উইম্বলডনের দিকে।
এদিকে, রবিবার ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার। ইঙ্গিত দিয়েছিলেন আগেই, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন টেনিসের কিংবদন্তি ফেডেরার। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেও, এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন তিনি। হাঁটুর চোটের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার।
৬ বছর আগে, ২০১৫ সালে শেষবার ফরাসি ওপেন জিতেছিলেন সেরিনা। ২০১৮ সালের পর এবার ফের তিনি বিদায় নিলেন প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই। তিনবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন সেরিনা অস্ট্রেলীয় ওপেন ও উইম্বলডন খেতাব জিতেছেন সাতবার করে। যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন ৬ বার। এবার তিনি নেমেছিলেন কেরিয়ারের চতুর্থ ফরাসি ওপেন জিততে। ওপেন যুগে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেও মার্গারেট কোর্টের সর্বাধিক ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করতে সেরিনার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল। এখন তাঁকে অপেক্ষা করতে হবে চলতি মাসেই শুরু হতে চলা উইম্বলডনের দিকে।
এদিকে, রবিবার ফরাসি ওপেন থেকে সরে দাঁড়ালেন রজার ফেডেরার। ইঙ্গিত দিয়েছিলেন আগেই, শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নিয়েই ফেললেন টেনিসের কিংবদন্তি ফেডেরার। ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেও, এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালেন তিনি। হাঁটুর চোটের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে ট্যুইট করে জানিয়েছেন ফেডেরার।
ট্যুইটে ফেডেরার লিখেছেন, ‘দু’বার হাঁটুতে অস্ত্রোপচার এবং এক বছরেরও বেশি সময় ধরে রিহ্যাবিলিটেশন চলার পর আমার শরীরের কথা শোনা জরুরি। আমার সুস্থ হয়ে ওঠার পথে তাড়াহুড়ো করলে চলবে না। এবারের ফরাসি ওপেনে তিনটি ম্যাচ জিততে পেরে আমি শিহরিত। কোর্টে ফেরার চেয়ে সুন্দর অনুভূতি আর কিছু নেই। সবার সঙ্গে শীঘ্রই আবার দেখা হবে।’