মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দিদি ভেনাসকে হারিয়ে পেশাদারী যুগে রেকর্ড সংখ্যক ২৩টি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যামের মালিক হয়ে গেলেন সেরেনা উইলিয়ামস। মার্কিন যুক্তরাষ্ট্রের এই টেনিস নক্ষত্র ভেঙে দিলেন জার্মান কিংবদন্তী স্টেফি গ্রাফের ২২টি গ্র্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তী মার্গারেট কোর্টের সর্বোচ্চ ২৪টি সিঙ্গলস গ্র্যান্ডস্ল্যামের রেকর্ড ভেঙে দেওয়াই সেরেনার লক্ষ্য।
ভেনাসের বিরুদ্ধে এদিন শুরু থেকেই দাপট দেখাতে থাকেন সেরেনা। তাঁর পাওয়ার টেনিসের সামনে দাঁড়াতেই পারেননি ভেনাস। শেষপর্যন্ত ৬-৪, ৬-৪ জয় পান সেরেনা। তিনি এই নিয়ে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন।
এদিন রেকর্ড গড়ার পর ভেনাসকে ধন্যবাদ জানিয়েছেন সেরেনা। বলেছেন, দিদি পাশে না থাকলে তিনি আজ এই জায়গায় পৌঁছতে পারতেন না।
স্টেফির রেকর্ড ভেঙে ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জয় সেরেনার
Web Desk, ABP Ananda
Updated at:
28 Jan 2017 05:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -