কলকাতা: পরিচালক বিবেক অগ্নিহোত্রী (Vivek Agnihotri) সম্প্রতি তাঁর ট্যুইটার (Twitter) হ্যান্ডল কিছুদিনের জন্য নিষ্ক্রিয় (deactivate) করেছেন। কারণ হিসেবে জানিয়েছেন যে সোশ্যাল মিডিয়া তাঁর রোজকার জীবনে নেতিবাচকতা নিয়ে আসছে। এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, 'গত কয়েক দিন ধরে, কুৎসিত হুমকির পরিমাণ অনেকটা তীব্র হয়ে উঠেছে। আমি বুঝতে পারছি আমার ছবির রিলিজের সময় হয়ে এসেছে, আমি সে সব সামলাতে পারি। এছাড়া আমি সম্প্রতি বোরখা ইস্যুতে কথা বলেছি। তারপর একইসঙ্গে একটি ভিডিওও করেছি যা আমি ইনস্টাগ্রামে শেয়ার করেছি।' চলতি বছরে মুক্তি পেতে চলেছে তাঁর 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)।
৪৮ বছর বয়সী পরিচালক যিনি 'দ্য তাসকেন্ত ফাইলস' (২০১৯)-এর মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন, তিনি আরও বলেন, 'এটি কুৎসিত আকার ধারণ করেছে। এটি আমার জন্য মানসিক চাপ তৈরি করেছিল, তাই আমি ভেবেছিলাম আমাকে কয়েক দিনের জন্য ছুটি দেওয়া হোক, আমি কেবল সিনেমায় ফোকাস করতে চেয়েছিলাম। এই সব ঘটনা উদ্বেগ তৈরি করে। যদি আক্রমণ শুধু আমাকে করা হয়, তবে ঠিক আছে। কিন্তু যদি তা আমার সন্তান এবং পরিবারের কাছে আসে! ফলে এটাই আমার কাছে সেরা পদক্ষেপ বলে মনে হয়েছে।'
তাঁর মতে আরও বেদনাদায়ক হল তারকাদের সম্পর্কে প্রায় প্রতিটি তথ্য ইন্টারনেটে পাওয়া যায়, যা তাঁদের আরও দুর্বল করে তোলে।
পরিচালকের কথায়, 'যারা হুমকি দেয়, তারা আপনার বাচ্চাদেরও ইনস্টাগ্রামের মাধ্যমে জানে'। 'আমি সোশ্যাল মিডিয়াতে বেশ পাকাপোক্ত হয়েছি, আমি এখানে দীর্ঘকাল ধরে আছি, আমি যে কোনও ধরণের বিরোধিতা এবং গালাগালিও সহ্য করতে পারি। কিন্তু ট্যুইটারকে যখন সংগঠিত রাজনৈতিক বা ধর্মীয় দলগুলো অস্ত্র হিসেবে ব্যবহার করে, তখন তার মোকাবিলা কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিত যে ৬০ থেকে ৭০ শতাংশ এর মধ্যে যন্ত্র চালিত, তাই হয়তো নিজের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করলে তারা কয়েকদিন পরে কম সক্রিয় হবে।'
তবে সোশ্যাল মিডিয়ায় ফিরছেন কবে? পরিচালকের কথায়, 'আমি খুব সুখী মানুষ এবং আমি মানুষের সঙ্গে কথা বলতে পছন্দ করি। আমাকে আমার ছন্দে ফিরতে হবে। এটা কীভাবে মোকাবিলা করা যায় তা নিয়ে ভাবতে হবে। এই সব হুমকি খুব গুরুতর ছিল।'