বেঙ্গালুরু: পাঁচ ম্যাচের সিরিজের প্রথম তিনটিতেই জয় এসেছে। দখল হয়েছে সিরিজ। কিন্তু, শ্রীলঙ্কা মতো এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও একদিনের সিরিজ হোয়াইটওয়াশের লক্ষ্যে এগিয়ে জেতে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নামছে ভারত।


বর্তমানে স্বপ্নের উড়ানে রয়েছে বিরাট-বাহিনী। সিরিজ দখল হয়েছে বলে কোনও অধিনায়ক যে বাকি দুটি ম্যাচ হাল্কাভাবে নিতে নারাজ, তা দলের অনুশীলনেই স্পষ্ট। বুধবার, চিন্নাস্বামীতে পুরোদমে গা ঘামিয়েছেন মেন ইন ব্লু-রা।


আগামীকাল চতুর্থ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের আশা জিইয়ে রাখতে চাইছে টিম ইন্ডিয়া। অধিনায়ক কোহলি চাইছেন, জয়ের ধারা যথাসম্ভব অব্যাহত রাখতে। এর জন্য বর্তমান অধিনায়কের পাশাপাশি, প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও নিজেদের সেরাটা উজাড় করে দিচ্ছেন।


কিন্তু, চলতি সিরিজের সবচেয়ে বড় প্রাপ্তি হল অল-রাউন্ডার হার্দিক পাণ্ড্য। তিনি যে ফর্মে রয়েছেন, তাতে দলে এক নতুন বৈতিত্র্য এসেছে। ওপেনিংয়ে নিজেদের দায়িত্ব পালন করছেন রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানে। কেদার যাদব ও মণীশ পাণ্ডেও মিডল-অর্ডার ভরসা দিচ্ছেন।


ব্যাটিংয়ের পাশাপাশি, বোলিং বিভাগেও দারুন ছন্দে রয়েছে ভারত। ভূবনেশ্বর কুমার ও জশপ্রীত বুমরাহর বলে কার্যত দিশেহারা অজি ব্যাটসম্যানরা। অন্যদিকে, স্পিন বিভাগে যযুবেন্দ্র চাহাল ও কুলদীপ যাদবের জন্য রবিচন্দ্রণ অশ্বিনের অভাব বোধ করছে না ভারত।


সিরিজ দখলে আসায় এবার প্রথম এগারোয় কিছু অদল-বদল ঘটাতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলে ঢুকতে পারেন লোকেশ রাহুল। অন্যদিকে, শেষ দুই ম্যাচে কিছুটা সম্মান ফিরে পাওয়ার চেষ্টা চালাবে স্মিথ-বাহিনী।