বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের প্রথম ম্যাচ
ABP Ananda, web desk | 24 Jun 2017 09:44 AM (IST)
পোর্ট অফ স্পেন: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের ইনিংসের শক্ত ভিত গড়ে দেন দুই ওপেনার শিখর ধবন ও আজিঙ্কা রাহানে। মন্থর গতিতে ইনিংসের সূচনা করেন দুই ওপেনার। কিন্তু উইকেটে টিকে যাওয়ার পরই বেশ কিছু অসাধারণ শট খেলেন ধবন ও রাহানে। ওপেনিং জুটিতে ২৫ ওভারে ১৩২ রান ওঠে। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই দারুন ছন্দে রয়েছেন ধবন। ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচেও তার ব্যতিক্রম হল না। ৮৭ রান করে আউট হন তিনি। এর আগে রাহানে ৬২ রান করে আউট হন। রোহিত শর্মা দলে না থাকায় দলে এসেছেন রাহানে। সুযোগ পেয়েই ঝলসে উঠল তাঁর ব্যাট। রান পাননি যুবরাজ। মাত্র ৪ রান করে আউট হন তিনি। ৩৮ ওভারে ভারতের রান যখন ৩ উইকেটে ১৮৯। তখন বৃষ্টি শুরু হয়। কয়েক মিনিট পরে খেলা শুরু হয়। কিন্তু ১০ টির বেশি বল করা যায়নি। ৩৯.২ ওভারে ভারতের রান যখন ৩ উইকেটে ১৯৯ তখন ফের বৃষ্টি ব্যাঘাত ঘটায়। ওই সময় অধিনায়ক কোহলি ৩২ ও ধোনি ৯ রানে ক্রিজে ছিলেন। বৃষ্টির জন্য ভারতের ইনিংস ফের শুরু করা যায়নি। এরপর ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য লক্ষ্য স্থির হয় ২৬ ওভারে ১৯৪ রান। কিন্তু বৃষ্টির জন্য খেলা শুরু করা সম্ভব হয়নি। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল।