সিডনি:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ধাক্কা ভারতীয় শিবিরে। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথম টেস্টের দল থেকে ছিটকে গেলেন তরুণ ওপেনার পৃথ্বী শ।
বিসিসিআই জানিয়েছে, সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বাউন্ডারিতে ক্যাচ ধরতে গিয়ে বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন পৃথ্বী। আজ সকালে তাঁর গোড়ালির স্ক্যান করা হয়। রিপোর্টে দেখা গিয়েছে, লিগামেন্টে চোট রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পৃথ্বীকে পাওয়া যাবে না। যাতে দ্রুত সেরে ওঠেন, সেজন্য তাঁকে রিহ্যাবে পাঠানো হচ্ছে তাঁকে।


 

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে গোড়ালিতে চোট পেলেন ভারতীয় দলের তরুণ ওপেনার পৃথ্বী শ। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ইনিংসের ১৫ তম ওভারে ওই ঘটনা ঘটে। স্পিনার অশ্বিনের একটি বল মিড উইকেটের ওপর দিয়ে তুলে মারেন ম্যাক্স ব্রিয়ান্ট। বাউন্ডারির ধারে ফিল্ডিং করছিল পৃথ্বী। তিনি বলের নিচেও চলে আসেন। কিন্তু বাউন্ডারির দড়িতে হোঁচট খাওয়ায় ক্যাচ মিস হয়। সেইসঙ্গে গোড়ালিতেও চোট পান তিনি।
চোট পাওয়ার পরই যন্ত্রনায় কাতরাতে দেখা যায় পৃথ্বীকে। ভারতীয় দলের দুই সাপোর্ট স্টাফের কাঁধে হাত রেখে মাঠের বাইরে আসেন পৃথ্বী। গোড়ালিতে যাতে কোনও চাপ না লাগে সেজন্য খুব সাবধানে পৃথ্বীকে মাঠের বাইরে নিয়ে আসা হয়।
বিসিসিআই জানায়, এই মুহূর্তে পৃথ্বীর চিকিত্সা করছে মেডিক্যাল টিম।তাঁর বাঁ পায়ের গোড়ালিতে চোট লেগেছে। স্ক্যানের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন পৃথ্বী। চলতি প্রস্তুতি ম্যাচে গতকাল ঝলমলে ৬৬ রানের ইনিংস খেলেন তিনি।
আগামী ৬ আগস্ট অ্যাডিলেডে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। ওই টেস্টে ১৯ বছরের পৃথ্বী ওপেন করবেন বলে মনে করা হচ্ছিল। কিন্তু  তিনি খেলতে না পারলে তাঁর জায়গায় কে এল রাহুলের সঙ্গে ওপেন করতে নামবেন মুরলি বিজয়।