আইপিএলে নিজের টিমের জন্য এই ক্রিকেটারকে কিনতে নিজের পাজামা বেচতেও রাজি শাহরুখ
ABP Ananda, web desk | 26 Apr 2017 08:08 AM (IST)
নয়াদিল্লি: দশম আইপিএলে রাইজিং পুনে সুপারজায়েন্টসের তারকা ক্রিকেটার তথা ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে দেখা গিয়েছে ফিনিসার ধোনিকে। হায়দরাবাদের বিরুদ্ধে তাঁর বিধ্বংসী অপরাজিত ইনিংসের দৌলতে জয় পেয়েছে দল। ধোনির এই ইনিংসের পর আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানের একটি পুরানো মন্তব্য সোশ্যাল মিডিয়ায় নতুন করে ভাইরাল হয়ে গিয়েছে। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাত্কারে শাহরুখ বলেছিলেন, নিলামে উঠলে নিজের পাজামা বেচেও ধোনিকে কিনতে রাজি। শাহরুখের অনুরাগীদের অনেকের আশা, আগামী আইপিএলের নিলামে ধোনিকে নাইট রাইডার্স কিনে নেবে। কিন্তু এই আশা পূরণের পথটা খুবই কঠিন। কেননা, ধোনির পুরানো দল চেন্নাই সুপার কিংস আগামী বছর আইপিএলে ফিরতে পারে। শাহরুখ যদি ধোনিকে কিনতে চান তাহলে নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে জোর টক্কর দিতে হবে।