ক্রিকেট নয়, আবরামকে বড় হয়ে দেশের হয়ে এই খেলা খেলতে দেখতে চান শাহরুখ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Apr 2018 05:22 PM (IST)
1
2
কিন্তু শাহরুখ চান, তাঁর পাঁচ বছরের ছোট ছেলে আবরাম হকি খেলোয়াড় হয়ে উঠুক এবং বড় হয়ে দেশের হয়ে খেলুক।
3
চাক দে ইন্ডিয়া-র তারকা শাহরুখের হকির প্রতি আকর্ষণ একেবারে ছোটবেলা থেকেই। চাক দে ইন্ডিয়া সিনেমায় হকি দলের কোচ কবীর খানের ভূমিকায় তাঁর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। বলিউডের অন্যতম অনুপ্রেরণামূলক এই সিনেমা বক্সঅফিসে সাফল্যের ঝড় তুলেছিল।
4
এবারের আইপিএলে নাইট রাইডার্সের প্রথম ম্যাচ দেখতে মেয়ে সুহানা ও আবরামকে নিয়ে ইডেনে এসেছিলেন শাহরুখ। তিনি বলেছেন, আবরাম এখনও ক্রিকেট খেলা শুরু করেনি। একটু-আধটু ফুটবল খেলে। কিন্তু আমি ওকে হকির মাঠে ভারতের হয়ে খেলতে দেখতে চাই।