কলকাতা: আইপিএলে(IPL) তাঁর সতীর্থদের নাম? বিরাট কোহলি (Virat Kohli), এ বি ডিভিলিয়ার্স (AB deVilliars), গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)...


চাপের মুখে পড়ে গেছে দল। অল্প রানে পরপর উইকেট পড়ে গিয়েছে? খোঁজ পড়ছে তাঁর। ব্যাট হাতে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দিচ্ছেন।


প্রতিপক্ষকে চেপে ধরেও অল আউট করা যাচ্ছে না। বিপক্ষের পার্টনারশিপ ক্রিজে জাঁকিয়ে বসেছে? অধিনায়ক বল তুলে দিচ্ছেন তাঁর হাতে। উইকেট তুলে প্রতিপক্ষের প্রতিরোধ গুঁড়িয়ে দিচ্ছেন তিনি।


তিনি, শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। চাপের মুখে বাংলার রক্ষাকর্তা হয়ে দাঁড়াচ্ছেন বারবার। চলতি রঞ্জি ট্রফির (Ranji Trophy) প্রথম ম্য়াচে বঢোদরার বিরুদ্ধে চাপের মুখে অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে একটি হাফসেঞ্চুরি-সহ ৯১ রান। সঙ্গে চার উইকেট। যার মধ্যে শেষ দিন হায়দরাবাদের দ্বিতীয় ইনিংসে নেওয়া তিন শিকার। ম্যাচের সেরা হিসাবে শাহবাজ ছাড়া আর কাউকে বেছে নেওয়ার কথাই নয়।


সাফল্যে খুশি শাহবাজ। তবে উচ্ছ্বাসে গা ভাসাতে নারাজ। এক সময় যাঁর বিরুদ্ধে স্থানীয় ক্রিকেটে পরিচয়পত্র ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল। সিএবি তাঁকে সাময়িকভাবে নির্বাসিত করেছিল। তপন মেমোরিয়াল ক্লাবের হয়ে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে থাকতে হয়েছিল। সব অভিযোগ বাউন্ডারির বাইরে উড়িয়ে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। শাহবাজ এখন বাংলার 'ক্রাইসিস ম্যান'।


বাংলার ম্যাচ তখন সবে শেষ হয়েছে। টিমহোটেলে ফিরেছেন ক্রিকেটারেরা। ক্লান্ত শরীরেও শাহবাজ মোবাইল ফোনে একান্ত সাক্ষাৎকার দিলেন এবিপি লাইভকে। বললেন, 'দলকে জেতাতে পেরে খুশি। অবদান রাখতে পেরে ভাল লাগছে। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা পালন করতে পেরেছি। বাংলার হয়ে সাত নম্বরে ব্যাট করতে নামার সময় আমার নির্দিষ্ট ভূমিকা থাকে। বল হাতেও তাই। সেটাই পালন করার চেষ্টা করেছি। ৬ পয়েন্ট দিতে পেরে খুশি।'


স্নায়ুর চাপ সামলে বারবার সফল হচ্ছেন কোন মন্ত্রে? শাহবাজ বলছেন, 'বাংলার হয়ে তিন মরসুম সাত নম্বরে ব্যাট করছি। যখনই ক্রিজে যাই, চাপ থাকে। অভ্যেস হয়ে গিয়েছে। চাপের মুখে ভাল খেললে নিজের পারফরম্যান্সেরও উন্নতি হয়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে।'


উইকেটে স্পিনারদের জন্য খুব একটা সাহায্য ছিল না। তারপরেও তিন উইকেট। শাহবাজ বলছেন, 'শেষ দিনের পিচ মন্থর হয়ে গিয়েছিল। তবে বাঁহাতি স্পিনারদের জন্য পিচে একটা ক্ষত তৈরি হয়েছিল। সেটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছি। ব্যাটারদের ধন্দে ফেলে দিয়েছিলাম। তাতেই সাফল্য।'


বাংলার অলরাউন্ডারের প্রিয় ক্রিকেটার সৌরাষ্ট্রের এক বাঁহাতি অলরাউন্ডার। রবীন্দ্র জাডেজা। শাহবাজ বলছেন, 'ফিনিশার হিসাবে রবীন্দ্র জাডেজা আমার আদর্শ। ভারতীয় দলে জাডেজা ব্যাট হাতে হোক বা বল হাতে, এমনকী ফিল্ডিংয়েও, নিজের ছাপ তৈরি করেন। আমিও বাংলার হয়ে, আইপিএলে, যেখানেই খেলি না কেন, জাডেজার মতো পারফর্ম করতে চাই। ধারাবাহিকভাবে পারফর্ম করতে চাই।'


জাডেজার সঙ্গে কথা হয়েছে কখনও? 'হয়নি। তবে আইপিএলের সময় দেখা হলে কথা বলব। জানতে চাইব কয়েকটা বিষয়,' বললেন বাংলা ক্রিকেটের নতুন তারা।


দুরন্ত ছন্দে বাংলার বোলাররা, প্রতিপক্ষদের সাবধান করে দিচ্ছেন কোচ