ইসলামাবাদ: শ্রীলঙ্কার প্রথমসারির ক্রিকেটাররা আসন্ন পাকিস্তান সফর থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এই বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-কে দায়ী করলেন। তাঁর দাবি, পাকিস্তান সফরে না যাওয়ার জন্য শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর চাপ সৃষ্টি করছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আফ্রিদি দাবি করেছেন যে, তাঁর সঙ্গে কয়েকজন শ্রীলঙ্কার ক্রিকেটারের কথা হয়েছে, যাঁরা বলেছেন যে, তাঁরা পাকিস্তান সফরেও যেতে চান না এবং পাকিস্তান সুপার লিগেও খেলতে চান না। কারণ, আইপিএল ফ্র্যাঞ্জাইজিরা তাঁদের ওপর চাপ তৈরি করছে। আফ্রিদির বক্তব্য উদ্ধৃত করে এক পাক সাংবাদিক ট্যুইট করে এ কথা জানিয়েছেন।


নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে একদিনের দল ও টি ২০ দলের অধিনায়ক দিমুথ করুণারত্নে ও লাসিথ মালিঙ্গা সহ শ্রীলঙ্কার প্রথমসারির ১০ ক্রিকেটার দলের আসন্ন পাক সফর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আফ্রিদির অভিযোগ, শ্রীলঙ্কার ক্রিকেটাররা পাকিস্তানে আসতে চান। কিন্তু আইপিএলের লোকজন তাঁদের বলছে যে, পাকিস্তানে গেলে তোমাদের সঙ্গে চুক্তি করব না।




যদিও আফ্রিদির এই দাবি খুবই অদ্ভূত। কারণ, যে ১০ শ্রীলঙ্কার ক্রিকেটার পাক সফর থেকে সরে দাঁড়িয়েছেন, তাঁদের মধ্যে একমাত্র মালিঙ্গারই আইপিএলে চুক্তি রয়েছে। তিনি মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে যুক্ত। আকিলা ধনঞ্জয়কে ২০১৮-তে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছিল। কিন্তু এ বছর তাঁকে ছেড়ে দেওয়া হয়।



আফ্রিদি বলেছেন, পাকিস্তান সর্বদাই সাহায্য করেছে। পাকিস্তান দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার থাকলে আমাদের প্লেয়াররা বিশ্রাম নিয়েছে, এমনটা কখনও হয়নি। শ্রীলঙ্কা বোর্ডের উচিত তাদের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাকিস্তানে যেতে চাপ দেওয়া উচিত।

এদিকে,  শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জানিয়েছে যে, তাদের দল পাকিস্তানে যাবে। পাক সরকার শ্রীলঙ্কার প্লেয়ারদের কোনও সফরকারী রাষ্ট্রপ্রধানের সমপর্যায়ের নিরাপত্তা ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়ায় এই কথা জানিয়েছে শ্রীলঙ্কা বোর্ড।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবরের পর্যন্ত পাকিস্তানে শ্রীলঙ্কার তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচ খেলার কথা।

শ্রীলঙ্কা বোর্ড জানিয়েছে, পাকিস্তান সরকার খেলোয়াড়দের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়ায় শ্রীলঙ্কা দলের  পাকিস্তান সফর নির্ধারিত সূচী অনুযায়ী হবে।

উল্লেখ্য, ২০০৯-এ লাহোরে শ্রীলঙ্কার টিম বাসে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছিল। ওই ঘটনায় ছয় নিরাপত্তা কর্মী ও দুই সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শ্রীলঙ্কার ছয় ক্রিকেটার। এরপর থেকে পাকিস্তানে কোনও টেস্ট ম্যাচ হয়নি। শ্রীলঙ্কা দল সফরে গেলে ডিসেম্বরে তারা ওই ঘটনার পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট কোনও খেলবে পাকিস্তান।