আফ্রিদি বলেছেন, চলতি টুর্নামেন্টে মেন ইন ব্লু ব্রিগেড যে পর্যায়ের ক্রিকেট খেলছে, তার মাণ খুবই উঁচু।দলের তরুণ ক্রিকেটাররা যেভাবে চাপ মোকাবিলা করছে, তার কৃতিত্ব আফ্রিদি দিয়েছেন আইপিএলকে।
আফ্রিদির ট্যুইট, যোগ্য দল হিসেবেই জিতেছে ভারত। বিসিসিআইকে অভিনন্দন। যে মানের ক্রিকেট খেলছে, তা খুবই উন্নত। আর কৃতিত্ব আইপিএলের। ওই টুর্নামেন্ট শুধু প্রতিভা চিহ্নিত করে তাকে লালন-পালন করাই নয়, তরুণ প্লেয়ারদের চাপ মোকাবিলা করার কৌশলও শিখিয়েছে।
প্রথম শ্রেণীর ক্রিকেটে লগ্নির জন্য বিসিসিআই-এর প্রশংসা করেছেন প্রাক্তন পাক ফাস্ট বোলার ওয়াসিম আক্রমও। তিনি বলেছেন, বছরের পর বছর প্রথম শ্রেণীর ক্রিকেটে সবকিছু লগ্নি করেছে ভারতীয় ক্রিকেট। আর পাকিস্তানে আমরা প্রথম শ্রেণীর ক্রিকেটের জন্য কার্যত কিছুই করিনি।