করাচি: ভারতের একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখে মেয়ে আরতির দৃশ্য অনুকরণ করায় রাগে টিভি ভেঙে দিয়েছেন। একটি সাক্ষাৎকারে এমনই জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। তাঁর এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই এই আচরণের নিন্দায় সরব।


ওই সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ‘আমি একবার টিভি ভেঙে ফেলি। আমার স্ত্রীর জন্যই টিভি ভেঙে ফেলেছিলাম। আমাদের বাড়িতে স্টার প্লাসের একাধিক জনপ্রিয় ধারাবাহিক চলত। আমি স্ত্রীকে বলতাম সেগুলো একা দেখতে। বাচ্চাদের সেগুলো দেখতে দিতে বারণ করতাম। একদিন আমি ঘর থেকে বেরিয়ে দেখি মেয়ে স্টার প্লাসের একটি অনুষ্ঠান দেখতে দেখতে আরতির দৃশ্য অনুকরণ করছে। সেটা দেখেই আমি দেওয়ালে ছুঁড়ে মেরে টিভি ভেঙে ফেলি।’



সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার দানিশ কানেরিয়াকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। প্রাক্তন পেসার শোয়েব আখতার জানিয়েছেন, দানিশ হিন্দু বলেই তাঁকে জাতীয় দলে নেওয়ার বিরোধী ছিলেন অনেক ক্রিকেটার। কোনওদিনই দানিশের পারফরম্যান্সের মূল্য দেওয়া হয়নি। শোয়েবের এই মন্তব্যের পর দানিশও মুখ খুলেছেন। এরই মধ্যে নয়া বিতর্কে জড়ালেন আফ্রিদি।