করাচি: চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) আসর। আর সেই টুর্নামেন্টে ভারতকেই অন্যতম ফেভারিট হিসেবে মানছেন প্রাক্তন পাক ক্রিকেটার ও পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Sahid Afridi)। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২ ম্যাচেই একাধিপত্য দেখিয়েছ ভারতীয় দল। বল হাতে ছন্দ ফিরে পেয়েছেন ভুবনেশ্বর কুমার। ব্যাট হাতে তৃতীয় ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়েছেন সূর্যকুমার যাদব। গোটা দলের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সবেতেই উন্নতি হয়েছে। যা দেখে আফ্রিদি মনে করছেন অস্ট্রেলিয়ার মাটিতে রোহিত শর্মার হাতে ট্রফি উঠতেই পারে। 


কী বলছেন আফ্রিদি?


দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পরই সিরিজ জিতে নিয়েছিল ভারতীয় দল। সেই ম্যাচ দেখে নিজের সোশাল মিডিয়ায় রোহিত বাহিনীকে শুভেচ্ছা জানিয়ে আফ্রিদি লেখেন, ''অসাধারণ একটা সিরিজ জয় ভারতের। দুর্দান্ত বোলিং পারফরম্যান্স। এই সিরিজ জয়ের জন্য যোগ্য ছিল ভারত। আমি নিশ্চিত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত অন্য়তম সেরা দাবিদার চ্যাম্পিয়ন হওয়ার।''


দল সিরিজ জিতলেও চাপ বাড়ছে বিরাটের


টি-টোয়েন্টি সিরিজে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন ভুবনেশ্বর কুমার। অন্যদিকে অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ড্য ব্যাটে-বলে কামাল করেছেন। বিশ্বকাপের আগে যা স্বস্তি দিচ্ছে। কিন্তু চাপও রয়েছে। আর তার মূলে বিরাট কোহলি। রান না পেলেও বিরাটকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেই জানালেন রোহিত। ভারত অধিনায়ক বলেন, ''আমি জানি না ওঁকে নিয়ে এত নেতিবাচক কথা কারা বলছেন। আমরা বাইরের কোনও কথায় অতটা পাত্তা দিই না। আর যে বিশেষজ্ঞরা বিরাটকে নিয়ে কথা বলছেন, তাঁরা কেনই বা বিশেষজ্ঞ তাও আমি বুঝি না। ওঁনারা কেউই দলের ভেতরের পরিস্থিতি সম্পর্কে জানে না। বাইরে থেকে একটা মন্তব্য করে দিলেই হল না কি। আর তাছাড়া আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছি। অনেকগুলো বিষয় কাজ করে। ছেলেদের সুযোগ দেওয়া হচ্ছে। টিম প্রত্যেকের পাশে রয়েছে।'' উল্লেখ্য, প্রথম ম্যাচে খেলেননি বিরাট। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টিতে তাঁর ঝুলিতে যথাক্রমে ১ ও ১১ রান।


রোহিত পাশে দাঁড়ালেও বিরাটের ওপর কিন্তু চাপ বাড়বেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ঢোকার জন্য নিজেকে এখন প্রমাণ করতেই হবে তাঁকে। আর তার জন্য হাতে মাত্র তিনটি ওয়ান ডে রয়েছে। বোর্ড সূত্রে খবর, আসন্ন সিরিজে বিরাটের পারফরম্যান্স নজরকাড়া না হলে তাঁকে বাদও দেওয়া হতে পারে বিশ্বকাপের স্কোয়াড থেকে। তার ওপর সূর্যকুমার যাদব ও দীপক হুডা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্য়াটে শতরান হাঁকানোয় দলে জায়গা পাওয়া বেশ কঠিন হতে চলেছে প্রাক্তন ভারত অধিনায়কের। অন্তত এই টি-টোয়েন্টি ফর্ম্য়াটে।


আরও পড়ুন: উইম্বলডনে ইতিহাস গড়েও সতর্ক, কী বলছেন জকোভিচ?