লন্ডন: উইম্বলডনে (Wimbledon 2022) ইতিহাস গড়েছেন। ২১ তম গ্র্যান্ডস্লাম ঝুলিতে। টানা চারবার ঘাসের কোর্টে শিরোপা জয়। মোট সাতবার। সামনে শুধু রজার ফেডেরার। কিন্তু এত কিছুর পরও সতর্ক নোভাক জকোভিচ। নিক কির্গিয়সের বিরুদ্ধে চার সেটের লড়াইয়ে জয়ের পর জকোভিচ (Novak Djokovic) বলছেন, ''নিঃসন্দেহ দুর্দান্ত অনুভূতি। একটা ভীষণ স্পেশাল একটু মুহূর্ত আমার জন্য। আমি প্রথম থেকেই বলে এসেছি যে এই টুর্নামেন্ট আমার কাছে ভীষণ স্পেশাল। কারণ ছোটবেলা টেনিসের প্রতি আগ্রহ জন্মেছিল প্রথমবার উইম্বলডনের ম্যাচ দেখার পরই।''


আর কী বললেন জকোভিচ?


এরপরই বিশ্বের ৩ নম্বর টেনিস তারকা আরও বলেন, ''আমি কোনওদিনই কোনও জয়কে সহজভাবে নিই না। একটা আবেগ অবশ্যই কাজ করে, কিন্তু তবুও। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে খেলতে হয়। তাই বেশি উচ্ছ্বসিত হই না। তবে হ্যাঁ, আমার পরিবার, বিশেষ বন্ধুবান্ধবদের সঙ্গে এই মুহূর্তটা উদযাপন করবে অবশ্যই।''


অস্ট্রেলিয়ার নিক কির্গিয়স প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামের ফাইনালে পৌঁছলেন। কিন্তু জকোভিচের অভিজ্ঞতার কাছে লড়াই করেও শেষ পর্যন্ত হার মানতে হয় তাঁকে। ম্যাচ শেষে অজি তারকা বলেন, ''নোভাক ও তাঁর দলকে অভিনন্দন। ওঁ অনেকটা ভগবানের মতো। নোভাক, তুমি এই চ্যাম্পিয়নশিপ এতবার জিতেছ যে ক'বার তা আমিও জানি না। তবে, এই ফলাফলে আমি খুশি। হয়তো, আবার কখনও এখানে আসব। কিন্তু, সে সম্বন্ধে এর বেশি এখনই কিছু জানি না।''


উল্লেখ্য, জয়ের পরেও নিজের প্রতিদ্বন্দ্বীকে দরাজ সার্টিফিকেট দিতো ভোলেননি জোকার। তিনি বলেন, ''তুমি প্রমাণ করেছ যে তুমি এই পর্যায়ে খেলার জন্য যোগ্য। তোমাকে শুভেচ্ছা জানাই। অফিশিয়ালি আমরা আজ থেকে ভাই-ভাই।'' 


ম্যাচে প্রথম সেটে হেরে গিয়েও প্রত্যাবর্তন করেন এই কিংবদন্তি। জকোভিচের পক্ষে ফলাফল- ৪-৬,৬-৩,৬-৪ ও ৭-৬। এটা কেরিয়ারের ২১তম গ্র্যান্ডস্লাম জোকারের। তাঁর সামনে এখন শুধু নাদাল। যাঁর ঝুলিতে রয়েছে ২২টি গ্র্যান্ডস্লাম। তবে, রজার ফেডেরারে থেকে একটি গ্র্যান্ডস্লাম বেশি জোকারের।


আরও পড়ুন: ''হ্যাপি অ্যানিভার্সারি ডার্লিং'', উইম্বলডন সম্রাট যখন ভালবাসার মেহবুব