করাচি: পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এ খেলতে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানানোর পক্ষে সওয়াল করলেন পাকিস্তানের অলরাউন্ডার শাহিদ আফ্রিদি। লাহোরে নিজের ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আফ্রিদি বলেছেন, তিনি জানেন যে ভারতীয় ক্রিকেটারদের চুক্তি রয়েছে, যার ফলে তাঁরা বিদেশী কোনও টি ২০ লিগে খেলতে পারেন না। কিন্তু তাঁদের পিএসএলে খেলার জন্য আমন্ত্রণ জানানোর চেষ্টা করতে একটা উদ্যোগ অন্তত নেওয়া দরকার।
আফ্রিদি বলেছেন, আমি জানি ওদের এখানে এসে খেলাটা কঠিন। কারণ ওরা শুধু আইপিএলেই খেলবে। কিন্ত পরেরবার পিএসএলে ওদের আমন্ত্রণ আমাদের জানানো দরকার।
উল্লেখ্য, ২০০৮-এর পর থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি। দু দেশের রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ক্রিকেটেও। এই পরিস্থিতিতে আফ্রিদির মন্তব্য তাতপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃতীয় পিএসএল চলাকালে আফ্রিদি চোট পান। তাঁর এই চোট করাচি কিংসয়ের কাছে একটা বড় ধাক্কা হয়ে ওঠে। তারা ফাইনালে পৌঁছতে পারেনি।
পিএসএলের প্লেঅফগুলি ও ফাইনাল খেলা হবে পাকিস্তানে। আফ্রিদি বলেছেন, ওই আরও বেশি বিদেশি খেলোয়াড় থাকায় ম্যাচগুলি আরও উত্তেজনাপূর্ণ হবে।
আফ্রিদি বলেছেন,পিএসএলে খেলতে আরও বেশি বিদেশী ক্রিকেটার পাকিস্তানে আসছে। এরফলে পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আন্তর্জাতিক দলগুলির ফেরার সম্ভাবনা উজ্জ্বল হবে।
উল্লেখ্য, ২০০৯-এ শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসবাদী হামলার পর থেকে কোনও প্রথমসারির দল পাকিস্তানে সিরিজ খেলতে আসেনি। এরপর থেকে পাকিস্তান সযুক্ত আরব আমিরশাহী বা অন্য কোনও নিরপেক্ষ জায়গায় দ্বিপাক্ষিক হোম সিরিজ খেলতে বাধ্য হচ্ছে।
পাকিস্তান সুপার লিগে ভারতীয় ক্রিকেটারদের আমন্ত্রণ জানানোর পক্ষে সওয়াল আফ্রিদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Mar 2018 01:00 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -