ঢাকা: সবকিছু ঠিক ছিল। জাতীয় দলের জার্সিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতে চলেছেন, এমনটাই নিশ্চিত ছিল। কিন্তু তার আগেই বড় ধাক্কা খেলেন। করোনা আক্রান্ত হলেন শাকিব আল হাসান। ইদের ছুটি কাটাতে পরিবার নিয়ে আমেরিকায় গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর শাকিবের আরটিপিসিআর টেস্ট হয়। তার রিপোর্টই পজিটিভ এসেছে। যার ফলে আগামী ১৫ মে থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারবেন না তারকা এই অলরাউন্ডার। বিসিবি পরবর্তী সময়ে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন, দুটি পরীক্ষাতেই পজিটিভ হয়েছেন শাকিব।
বাংলাদেশের ফিজিশিয়ান মনজুর হোসেন বলেছেন, "শাকিব মঙ্গলবার আমেরিকা থেকে ফিরেছে। চট্টগ্রামে ওর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। ইংল্য়ান্ডের প্রোটোকল আমরা এখনও মেনে চলছি। শাকিব পাঁচ দিনের নিভৃতবাস কাটিয়ে দলে যোগ দিতে পারবে।"
উল্লেখ্য, আগামী ২৩ মে থেকে শুরু বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট। আশা করা হচ্ছে যে সেই ম্যাচের আগে সুস্থ হয়ে উঠবেন শাকিব। গত ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে শেষবার জাতীয় দলের জার্সিতে টেস্ট খেলতে দেখা গিয়েছিল এই বাঁহাতি ক্রিকেটারকে। এবারের আইপিএলে নিলামে নাম তুললেও কোনও দলই তাঁকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেনি।
উল্লেখ্য, এর আগে নানা তর্ক-বিতর্কের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলতে প্রোটিয়াভূমে বাংলাদেশের সঙ্গে উড়ে গিয়েছিলেন শাকিব আল হাসান। প্রথম ওয়ান ডে-তে দুরন্ত অর্ধশতরান করে ম্যাচের সেরাও হয়েছিলেন। তবে সিরিজের মাঝপথেই তাঁর পারিবারিক সংকট দেখা দেয়। বাংলাদেশ সংবাদমাধ্যমের খবর ছিল শাকিবের তিন সন্তান, মা ও শ্বাশুড়ি একসঙ্গে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রথমে শোনা গিয়েছিল, এর জেরেই ওয়ান ডে সিরিজের পরেই দেশে ফিরে আসবেন বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার। এ-ও শোনা গিয়েছিল যে, যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে আরও আগেই বাংলাদেশে ফিরবেন শাকিব। কিন্তু সেই সিদ্ধান্ত বদলেছেন তিনি। পরিবারের সঙ্গে কথা বলার পর থেকে গিয়েছিলেন সেখানে।