কলকাতা : দেশে দৈনিক করোনা পরিস্থিতির ওঠা-নামা লেগেই রয়েছে। রাজ্যে অনেকটাই নিয়ন্ত্রণে সংক্রমণ। এই পরিস্থিতিতে কাল বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী। দুপুর সাড়ে তিনটেয় নবান্ন সভাঘরে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য দফতরের আধিকারিক ও জেলার ডিএমদের নিয়ে বৈঠক করবেন তিনি। সংক্রমণ কম থাকলেও যাতে বৃদ্ধি না পায়, তা নিয়ে আলোচনা করতেই কাল বৈঠক বলে সূত্রের খবর।


রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৭ জন। এনিয়ে এখনও পর্যন্ত আরোগ্যলাভ করেছেন ১৯ লক্ষ ৯৭ হাজার ২৬ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। এপর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা ২১ হাজার ২০৩ জন।



রাজ্যে করোনার আঁচ টের পেতে সম্প্রতি একটি সমীক্ষা চালায় স্বাস্থ্য দফতর। তাতে দেখা গেছে, পজিটিভিটি রেট সবথেকে বেশি বসিরহাট স্বাস্থ্য জেলায়। আক্রান্তের হার শতকরা ১.০৬ শতাংশ। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, নন্দীগ্রাম স্বাস্থ্যজেলা ও পূর্ব মেদিনীপুর, এই চার জায়গায় পজিটিভিটি রেট ০.৪ থেকে ১ শতাংশ। বাকি ২২টি জেলার পজিটিভিটি রেট ০.৪ শতাংশের মধ্যে। গত ২৭ ও ২৮ এপ্রিল রাজ্যের ২৮টি স্বাস্থ্য জেলার প্রতিটি থেকে দিনে ৪০০টি নমুনা সংগ্রহ করা হয়। সেই সেন্টিনেল সার্ভিলেন্সের ফল এই রিপোর্ট।


নতুন গবেষণা (New Research)-


কীভাবে ছড়ায় কোভিড সংক্রমণ? বিশ্বে সংক্রমণ ধরা পড়ার গোড়ার সময় থেকেই বারবার এই নিয়ে গবেষণা হয়েছে। বিভিন্ন কারণ উঠে এসেছে। তার মধ্যে একটি কারণ ছিল কোভিড ভাইরাসের বায়ুবাহিত হওয়া। ফের একবার ওই আশঙ্কার দিকেই দিক নির্দেশ করল নতুন একটি গবেষণা। হায়দ্রাবাদ এবং মোহালির হাসপাতালগুলিতে সঙ্গে হায়দ্রাবাদের CSIR-CCM এবং চন্ডীগড়ের  CSIR-IMTech-এর একদল বিজ্ঞানীর দীর্ঘ যৌথ গবেষণায় সার্স কোভি়ডের (SARS-CoV-2) এর বায়ুবাহিত সংক্রমণ নিয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। জার্নাল অফ অ্যারোসল সায়েন্সে (Journal of Aerosol Science) প্রকাশিত হয়েছে গবেষণাটি।