কলম্বো: গতকাল ত্রিদেশীয় টি-২০ সিরিজে লিগ পর্যায়ের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে আইসিসি-র আদর্শ আচরণবিধি লঙ্ঘন করায় বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান ও এই ম্যাচ না খেলা নুরুল হাসানের ম্যাচ ফি-র ২৫ শতাংশ অর্থ জরিমানা করা হল। শাকিবের বিরুদ্ধে আচরণবিধির ২.১.১ ধারা লঙ্ঘন করার অভিযোগ আনেন মাঠে থাকা দুই আম্পায়ার রবীন্দ্র উইমালাসিরি ও রুচিরা পালিয়াগুরুগে, তৃতীয় আম্পায়ার রনমোর মার্টিনেজ ও চতুর্থ লিন্ডন হানিবল। নুরুলের বিরুদ্ধে আচরণবিধির ২.১.২ ধারা লঙ্ঘন করার অভিযোগ আনা হয়। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের জরিমানা করা হয়েছে। দুই ক্রিকেটারকেই এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

গতকাল বাংলাদেশের ইনিংসের শেষ ওভারে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতিবাদ জানান বাংলাদেশের ক্রিকেটাররা। মাঠের বাইরে থেকে দুই ব্যাটসম্যানকে ফিরে আসার ইঙ্গিত করেন শাকিব। মাঠের মধ্যেই শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে বচসায় জড়ান জল নিয়ে যাওয়া নুরুল। আজ সকালে এই দুই ক্রিকেটারকে ডেকে পাঠান ম্যাচ রেফারি ক্রিস ব্রড। তিনি গতকালের ম্যাচে এই দুই ক্রিকেটারের আচরণের নিন্দা করেন। এরপরেই তাঁদের জরিমানার কথা জানানো হয়।