বিশ্বকাপে পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের জবাব দেবেন শাকিব, আশায় বাংলাদেশের কোচ
Web Desk, ABP Ananda | 27 May 2019 02:58 PM (IST)
পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার শাকিব।
কার্ডিফ: বর্তমানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান এবারের বিশ্বকাপে ভাল পারফরম্যান্সের মাধ্যমে সমালোচকদের যোগ্য জবাব দেবেন বলে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস। এ বিষয়ে তিনি বলেছেন, ‘শাকিব এখন শারীরিকভাবে সুস্থ। আয়ারল্যান্ডে ওর সামান্য সমস্যা হয়েছিল। তবে ও সেই সমস্যা কাটিয়ে উঠেছে। ও বিশ্বকাপে ভাল খেলার জন্য তৈরি। আমার মনে হয়, সমালোচকদের জবাব দেবে শাকিব।’ পরিসংখ্যান অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার শাকিব। তিনি একদিনের আন্তর্জাতিকে পাঁচ হাজারের বেশি রান করেছেন এবং ২৫০ উইকেট নিয়েছেন। এই অলরাউন্ডারের ফিটনেস নিয়ে সমস্যা ছিল। তবে বাংলাদেশের কোচ জানিয়ে দিয়েছেন, শাকিব এখন পুরোপুরি ফিট এবং ফর্মে ফিরছেন।