লন্ডন: বিশ্বকাপের আগে প্রস্ততি ম্যাচে গত শনিবার ওভালে নিউজিল্যান্ডের কাছে ছয় উইকেটে হেরে গিয়েছে ভারত। কিউই বোলারদের দাপটে ভারতীয় ব্যাটসম্যানরা সেভাবে সফল হতে পারেননি। কিন্তু এই হারকে আদৌ গুরুত্ব দিতে নারাজ টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তিনি মনে করছেন, এতে উদ্বেগের কিছুই নেই। আগামী সপ্তাহে বিশ্বকাপ শুরু হওয়ার আগেই নিজেদের দুর্বলতা সংক্রান্ত সমস্যার সমাধান করে ফেলবে ভারত।
ম্যাচের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জাডেজা বলেছেন, এটা আমাদের প্রথম ম্যাচ। এটা একটা ম্যাচ মাত্র এবং কোনও একটা খারাপ ম্যাচ বা ইনিংস দিয়ে খেলোয়াড়দের বিচার করা যায় না। তাই ব্যাটিং ইউনিট নিয়ে চিন্তার কোনও কারণই নেই। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ব্যাটিং দক্ষতা নিয়ে আরও পরিশ্রম করব। প্রত্যেকেরই পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে। তাই চিন্তার কিছু নেই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের উত্তরে জাডেজা বলেছেন, আমরা জানতাম এখানকার পরিবেশে বল সিম করবে। তাই কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ, এ ধরনের পরিবেশে ব্যাট করলে আসল ম্যাচগুলিতে আমাদের ব্যাটসম্যানদের পক্ষে তা সহজ হবে। এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা যে ভালো পারফর্ম করব, এতে কোনও সন্দেহ নেই।
বিশ্বকাপে ভালো উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন জাডেজা। তিনি বলেছেন, এটাই প্রকৃত ইংলিশ কন্ডিশন। প্রাথমিকভাবে উইকেট নরম ছিল, আর দিন যত গড়িয়েছে, উইকেট ভালো হয়েছে। আশা করছি, বিশ্বকাপের পিচে ঘাস খুব একটা থাকবে না এবং তা ব্যাটিংয়ের পক্ষে সহায়ক হবে।
জাডেজা বলেছেন, তিনি তাঁর স্বাভাবিক খেলা খেলতে চান এবং নিজেকে কোনওরকম চাপে ফেলতে চান না।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওই প্রস্তুতি ম্যাচে জাডেজা ৫০ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।