'আবার বিয়ে করবে ও', অভিযোগ হাসিনের, 'তাহলে ওকে নিমন্ত্রণ করব', বিদ্রুপ সামির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jun 2018 02:58 PM (IST)
নয়াদিল্লি: স্ত্রী হাসিন জাহানের সঙ্গে ভারতীয় দলের ক্রিকেটার মহম্মদ সামির বিবাদ বেশ কয়েক মাস ধরে চলছে। দু পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের পর বাকযুদ্ধ যখন কিছুটা থিতিয়ে এসেছে বলে মনে হচ্ছিল, ঠিক তখনই ফের নয়া অভিযোগ তোলেন হাসিন। তিনি দাবি করেন, ইদের পরেই সামি অন্য এক মহিলাকে বিয়ে করতে চলেছেন। পাল্টা সামি হাসিনের ওই অভিযোগ পরিহাসের ছলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সামি বলেছেন, 'প্রথম বিয়ের ধাক্কাতেই নাজেহাল হয়ে রয়েছি। আমি কি পাগল যে, অন্য একজন মেয়েকে বিয়ে করব? গত কয়েকমাসে হাসিন আমার বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছে। এটাও সেরকমই একটা অভিযোগ'। এরপরই রসিকতার ছলে হাসিনের নয়া অভিযোগ সম্পর্কে একটি সংবাদমাধ্যমকে সামি বলেন, 'ভালই। দ্বিতীয় বিয়ে করলে ওকে নিয়ন্ত্রণ জানাব (হাসি)'। সামি আরও বলেছেন, তিনি তাঁর মেয়ে বেবো (আরিয়া)-কে খুব মিস করছেন। তাঁর কথায়, 'আমি জানি আমার বেবোকে আমি কতটা মিস করছি। আমি যদি কলকাতায় ফিরি, তাহলে সমস্যা আরও বাড়বে। সেজন্যই আমি কলকাতায় যাচ্ছি না। এর মানে এই নয় যে, আমি আমার মিষ্টি মেয়েটাকে ভুলে গিয়েছি'। ফিটনেস টেস্টে উতরোতে পা পারায় সামি আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন সামি। তাঁর জায়গায় দলে এসেছেন নভদীপ সাইনি। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলার পর ভারত আগামী মাসে ইংল্যান্ড সফরে যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে দলে রয়েছেন সামি। এখন ইংল্যান্ড সফরকেই পাখির চোখ করছেন সামি। তিনি বলেছেন, পারিবারিক সমস্যার কারণে গত কয়েক মাসে ভালো পারফর্ম করতে পারেননি। ইংল্যান্ডে ভালো পারফর্ম করে ঘুরে দাঁড়াতে তিনি মুখিয়ে রয়েছেন তিনি।