নয়াদিল্লি: জসপ্রীত বুমরাহ নন, মহম্মদ শামিকেই এই মুহূর্তে বিশ্বের সেরা ফাস্ট বোলার বলে মনে করছেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজে শামির দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেছেন, কঠিন পরিস্থিতিতে নিজের অভিজ্ঞতা খুব ভালভাবে কাজে লাগাতে পারেন এই বোলার।

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে শোয়েব বলেছেন, ‘শামি অত্যন্ত চতুর বোলার। ও ভারতের আবিষ্কার। ও বিশ্বের সেরা ফাস্ট বোলার। ওকে যে পরিস্থিতিতেই বোলিং করতে দেওয়া হোক না কেন, ও সবসময় ভাল পারফরম্যান্স দেখায়। বিশ্বকাপ হোক বা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ, ও সবসময় খুব স্মার্ট। ও যখন বুঝতে পারে ইয়র্কারে কাজ হবে না, সঙ্গে সঙ্গে লেংথ বল ও বাউন্সার শুরু করে।’

নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে নির্ধারিত সময়ের শেষ ওভারে শামির পারফরম্যান্সের কথা উল্লেখ করে শোয়েব বলেছেন, ‘(রস) টেলর যখন প্রথম বলেই ছক্কা মারল, আমি ভেবেছিলাম ম্যাচ শেষ হয়ে গিয়েছে। কিন্তু তারপরেই নিজের অভিজ্ঞতা কাজে লাগাল শামি। ও বুঝতে পারে, পিচে সামান্য শিশির আছে, যা লেংথ বলকে আরও দ্রুত উইকেটের দিকে যেতে সাহায্য করবে। শামিকে কৃতিত্ব দিতেই হবে।’