নয়াদিল্লি: এবারের বাজেট বক্তৃতা ছিল সবচেয়ে দীর্ঘ। তবে হঠাৎ অসুস্থ বোধ করায় সেই বাজেট পুরোটা পেশ করতে পারলেন না অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মাঝপথেই তাঁকে থেমে যেতে হয়। যদিও তিনি জানান, আর মাত্র দু’টি পাতা পড়া বাকি ছিল। তাই বাজেট পুরোটা পড়া হয়েছে বলেই ধরে নেওয়া উচিত।
এর আগেরবার বাজেট বক্তৃতা ছিল ২ ঘণ্টা ১৭ মিনিটের। আজ ২ ঘণ্টা ৪১ মিনিটের মাথায় অসুস্থ বোধ করায় তিনি বসে পড়েন। তাঁর রক্তচাপ কমে যায়। তাঁকে লজেন্স খেতে দেন অন্য সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর জলের গ্লাস এগিয়ে দেন অর্থমন্ত্রীর দিকে। এরপর যখন নির্মলা জানান, তাঁর পক্ষে আর বাজেট বক্তৃতা শেষ করা সম্ভব নয়, তাঁকে আশ্বস্ত করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। পরে অবশ্য জানা যায়, নির্মলা কিছুটা সুস্থ বোধ করছেন এবং তিনি বাজেট পেশ করতে রাজ্যসভায় যাবেন।
এর আগে সবচেয়ে দীর্ঘ বাজেট বক্তৃতার রেকর্ড ছিল প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিংহের। গত বছরই তাঁর রেকর্ড ভেঙে দেন নির্মলা। এবার তিনি নিজের রেকর্ডই উন্নত করলেন। ২০১৪ সালে তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাজেট বক্তৃতা ছিল ২ ঘণ্টা ১০ মিনিটের। ১৯৯১ সালে তৎকালীন অর্থমন্ত্রী মনমোহন সিংহের বাজেট বক্তৃতাও ছিল যথেষ্ট দীর্ঘ।
স্বাধীনতার পর এই প্রথম, অসুস্থ বোধ করায় পুরো বাজেট পেশ করতে পারলেন না অর্থমন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2020 03:50 PM (IST)
এর আগেরবার বাজেট বক্তৃতা ছিল ২ ঘণ্টা ১৭ মিনিটের। আজ ২ ঘণ্টা ৪১ মিনিটের মাথায় অসুস্থ বোধ করায় তিনি বসে পড়েন।
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
বাজেট 2024 (budget) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -