দুবাই: লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আগামী ৩১ মে টি ২০ ম্যাচের জন্য আইসিসি বিশ্ব একাদশ দলে অসুস্থ হার্দিক পান্ড্যর জায়গায় ডাক পেলেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ সামি। ইংল্যান্ডের অফস্পিনার আদিল রশিদকেও বিশ্ব একাদশ স্কোয়াডে নেওয়া হয়েছে।
গত বছর হ্যারিকেন ঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের স্টেডিয়াম নতুন করে গড়ে তুলতে লর্ডস ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ব্যবহার করা হবে।
বিশ্ব একাদশ দলে দীনেশ কার্তিকের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে যোগ দেবেন সামি। ভাইরাল সংক্রমণে অসুস্থ হার্দিক। তাঁর জায়গাতেই দলে নেওয়া হল সামিকে। বিশ্ব একাদশে দুই ভারতীয় ছাড়াও আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা থেকে একজন করে এবং নিউজিল্যান্ড ও পাকিস্তানের দুজন করে ক্রিকেটার রয়েছেন। বিশ্ব একাদশের নেতৃত্বে রয়েছেন ইংল্যান্ডের ইয়োইন মরগ্যান।