বার্মিংহাম: সিরিজের প্রথম টেস্টে টসে জিতে প্রথমে ব্যাটিং করছে ইংল্যান্ড। চা-পানের বিরতিতে ৫৪ ওভারের শেষে জো রুটের দলের রান ৩ উইকেটে ১৬৩। ক্রিজে রুট (৬৫) ও জনি বেয়ারস্টো (২৭)। ফিরে গিয়েছেন ওপেনার অ্যালেস্টার কুক (১৩), কিটন জেনিংস (৪২) ও ডেভিল মালান (৮)। কুককে বোল্ড করে দেন এই ম্যাচে ভারতীয় দলের একমাত্র স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। জেনিংসকে বোল্ড করেন বাংলার পেসার মহম্মদ শামি। পরে তিনি মালানকে এলবিডব্লু করে দেন। রুট অবশ্য ভাল ব্যাটিং করছেন। তাঁকে যত দ্রুত সম্ভব ফেরানোই লক্ষ্য ভারতীয় দলের।


এই ম্যাচে ভারতীয় দলে তিন পেসার হিসেবে আছেন উমেশ যাদব, শামি ও ইশান্ত শর্মা। এছাড়া পেসার-অলরাউন্ডার হিসেবে আছেন হার্দিক পাণ্ড্য। উইকেটকিপার দীনেশ কার্তিক। দুই ওপেনার মুরলী বিজয় ও শিখর ধবন। তিন নম্বরে লোকেশ রাহুল। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে বিরাট কোহলি (অধিনায়ক) ও অজিঙ্ক রাহানে।