মুম্বই: একসময় বলে বলে যাঁর বল মাঠের বাইরে পাঠিয়ে দিতেন, সেই শেন ওয়ার্নের (Shane Warne) প্রয়াণে শোকবিহ্বল অপর এক কিংবদন্তি সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। মাঠে তাঁদের যতই লড়াই থাক না কেন, মাঠের বাইরে একে অপরের প্রতি শ্রদ্ধাবান ছিলেন সচিন ও শেন ওয়ার্ন।


আজ শেন ওয়ার্নের প্রয়াত হওয়ার খবর পেয়ে তাই সচিনও শোকস্তব্ধ। তিনি ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। সচিন লিখেছেন, ‘আমি হতবাক, স্তব্ধ, অত্যন্ত দুঃখিত। তোমার অভাব অনুভব করব ওয়ার্নি। মাঠে বা মাঠের বাইরে, তুমি থাকলে কোনও মুহূর্তই সাধারণ থাকত না। মাঠে তোমার সঙ্গে লড়াই এবং মাঠের বাইরে আড্ডা স্মৃতিতে থেকে যাবে। তোমার কাছে ভারত এক বিশেষ জায়গা ছিল। ভারতীয়দের কাছেও তোমার জন্য বিশেষ জায়গা ছিল। বড় তাড়াতাড়ি চলে গেলে!’


ক্রিকেটজীবনে বহুবার শেন ওয়ার্নের মুখোমুখি হন সচিন। ১৯৯২ সালের জানুয়ারিতে সিডনি থেকে তাঁদের লড়াই শুরু। সেবার ভারত-অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় টেস্টে অভিষেক হয় শেন ওয়ার্নের। সেই ম্যাচে সচিন ১৪৮ রান করে অপরাজিত থাকেন। ১৯৯৮ সালে ভারত সফরে আসে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শুরু হওয়ার আগে শেন ওয়ার্ন বলেছিলেন, ‘আমি চাই ভারতীয় ব্যাটসম্যানরা আমাকে আক্রমণ করুক।’ সেই সফরের প্রথম ম্যাচ থেকেই সচিনের আক্রমণের মুখে পড়েন শেন ওয়ার্ন। প্রস্তুতি ম্যাচে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়া মুম্বইয়ের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ঝোড়ো ব্যাটিং করেন সচিন। এরপর টেস্ট সিরিজেও তিনি শেন ওয়ার্নের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ছিলেন। এরপর শারজাতেও সচিনের আক্রমণের মুখে পড়েন শেন ওয়ার্ন।


আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও আইপিএলে শেন ওয়ার্নের মুখোমুখি হন সচিন। প্রথম আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। সেবার তাঁর দলই চ্যাম্পিয়ন হয়। 


মাঠের বাইরে বরাবরই সচিনের সঙ্গে ভাল সম্পর্ক ছিল ওয়ার্নের। আইপিএলে খেলার সুবাদে তিনি ভারতে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন। আজ তাঁর প্রয়াণের খবর পেয়ে তাই ভারতীয় ক্রিকেটপ্রেমীরাও শোকস্তব্ধ।