মুম্বই:  সম্প্রতি ভোরবেলা আজানের সুরে ঘুম ভাঙা নিয়ে নিজের টুইটারে বিতর্কিত মন্তব্য করে বহু লোকের সমালোচনার সম্মুখীন হতে হয় বলিউড গায়ক সনু নিগমকে।


কবে বন্ধ হবে অন্যের ঘাড়ে জোর করে নিজের ধর্ম চাপিয়ে দেওয়া: আজান প্রসঙ্গে টুইট সোনু নিগমের

এমনকি তাঁর বিরুদ্ধে ফতোয়াও জারি করেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সংগঠনের সহ সভাপতি। ফতোয়ায় বলা হয় তাঁকে যদি কেউ চুল কামিয়ে মাথায় জুতোর মালা পরিয়ে ঘোরায়, তাহলে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এরপর চুল কামিয়ে সেই মুসলিম নেতাকে পাল্টা চ্যালেঞ্জও জানান গায়ক। সেখানেই থামে না বিতর্ক।

সনু নিগমের মাথা কামিয়ে জুতোর মালা পরিয়ে দেশ ঘোরালে ১০ লক্ষ টাকা পুরস্কার, ফতোয়া মুসলিম নেতার

এবার দশ লক্ষ টাকা দিন! নিজেই মাথা কামিয়ে ফতোয়া দেওয়া মুসলিম নেতাকে পাল্টা সনু নিগম

সংবিধানকে অসম্মান করেছেন, ভারত ছেড়ে চলে যাওয়া উচিত সনুর, ফের আক্রমণ মৌলবীর

এরপর আজ সকালে নিজের টুইটার অ্যাকাউন্টে আজান রেকর্ড করে পোস্ট করেন সনু। তবে কোথায়, কখন, কবে এই আজান রেকর্ড করেছিলেন সনু, সেবিষয় কোনও তথ্য টুইটারে দেওয়া নেই। শুধু আজান পোস্ট করে লেখা আছে সুপ্রভাত ভারত।





তবে আজকের টুইটের পর ফের আর এক দফা বিতর্কের জন্যে প্রস্তুত থাকা তৈরি সনু নিগমের।