মেলবোর্ন: ক্রিকেটের বাোইশ গজে তাঁর দেখা সর্বকালের সেরা ব্যাটসম্যান হলেন স্যর ভিভিয়ান রিচার্ডস। তবে, বিরাট কোহলি সেই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই, সেরাদের তালিকায় প্রবেশ করছেন ভারত অধিনায়ক। এমনটাই জানালেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্ন।
৫০ বছরের ওয়ার্ন জানান, তিনি যে সময় খেলতেন, সেই সমসাময়িক তাঁর দেখা দুই সেরা ব্যাটসম্যান ছিলেন সচিন তেন্ডুলকর ও ব্রায়ান লারা। ওয়ার্ন বলেন, আমার দেখা সবার সেরা হলেন ভিভ। সচিন ও লারা দুই সেরা ব্যাটসম্যান যাঁদের সঙ্গে আমি খেলেছি। এখন সব ফর্ম্যাটে সেরা বিরাট। ভিভের থেকে কেউ ভাল, এটা ভাবাটা বেশ কঠিন। তবে, কোহলি সেই তর্ককে জিইয়ে রেখেছে। লাইভ পোস্ট করে এই মন্তব্য করেছেন ওয়ার্ন। সেখানে সর্বকালের সেরা অস্ট্রেলীয় একদিনের দল, সর্বকালের সেরা বিশ্ব একদিনের একাদশ ও গত চার বছরের সেরা আইপিএল একাদশ বেছেছেন তিনি।
ওয়ার্নের মতে, স্মিথের ওপর অধিনায়কত্বের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। ওকে কোনও চাপ ছাড়াই ওর মতো খেলতে দেওয়া উচিত। বল কারচুপির জন্য এক বছরের নির্বাসন কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন করেছেন স্মিথ। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ওয়ার্নি বলেন, যদি টিম পেইন রান করে, তাহলে ওকেই অধিনায়ক রেখে দেওয়া উচিত। আমি চাই, স্মিথ পূর্ণ মনোযোগ দিয়ে ব্যাটিং করুক। পেইনকে রান করতেই হবে। ওয়ার্ন সাফ জানিয়ে দেন, স্মিথ তাঁর অত্যন্ত পছন্দের ব্যাটসম্যান। তাঁর মতে, কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের সঙ্গে একাসনে বসবে স্মিথ।
ওয়ার্ন জানান, অদূর ভবিষ্যতে তিনি অস্ট্রেলিয়ার কোচ হতে রাজি। যদি অজি বোর্ড তাঁকে প্রস্তাব দেয়, তিনি গুরুত্ব সহকারে ভেবে দেখবেন। প্রসঙ্গত, আইপিএল-এ তিনি রাজস্থান রয়্যালসের মেন্টরের ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বে ২০০৮ সালে আইপিএল-এর প্রথম বছর চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। ওয়ার্ন শেষে যোগ করেন, তিনি যতজন অধিনায়কের অধীনে খেলেছেন, তাঁদের মধ্যে মার্ক টেলর সেরা।
অস্ট্রেলিয়া একাদশ - মার্ক ওয়, অ্যাডাম গিলক্রিস্ট, রিকি পন্টিং, ডিন জোন্স, অ্যালান বর্ডার, মাইকেল ক্লার্ক, মাইকেল বিভান, অ্যান্ড্রু সাইমন্ডস, ব্রেট লি, ক্রেগ ম্যাকডার্মট, গ্লেন ম্যাকগ্রা।
বিশ্ব একাদশ- বীরেন্দ্র সহবাগ, সনৎ জয়সূর্য, সচিন তেন্ডুলকর, ব্রায়ান লারা, কেভিন পিটারসেন, কুমার সঙ্গকারা, অ্যান্ড্রু ফ্লিন্টফ, ওয়াসিম আক্রম, ড্যানিয়েল ভেট্টোরি, শোয়েব আখতার ও কার্টলি অ্যামব্রোজ।
আইপিএল একাদশ - রোহিত শর্মা, বীরেন্দ্র সহবাগ, বিরাট কোহলি, যুবরাজ সিংহ, ইউসুফ পঠান, মহেন্দ্র সিংহ ধোনি, রবীন্দ্র জাডেজা, হরভজন সিংহ, জাহির খান, সিদ্ধার্থ ত্রিবেদী ও মুনাফ পটেল।