মুম্বই: মহারাষ্ট্রে ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। অবস্থা বুঝে বৃহন মুম্বই পৌরসভা রাস্তায় বেরলেই মাস্ক পরা বাধ্যতামূলক করল। বাড়ি থেকে বেরোতে গেলেই পরতে হবে মাস্ক। চলবে বাড়িতে তৈরি মাস্কও। নির্দেশ না মানলে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারা অনুসারে হবে শাস্তি।
যখন-যেখানেই যান না কেন, মাস্ক পরতেই হবে। পরা যাবে ওষুধের দোকান থেকে কেনা মাস্ক কিংবা বাড়িতে তৈরি মাস্ক। তবে পরিচ্ছন্ন হতে হবে।
বুধবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জনগণের কাছে আবেদন করেন সবসময় মাস্ক ব্যবহারের জন্য। তাছাড়াও প্রাক্তন সেনা ও স্বাস্থ্যকর্মীদেরও করোনা যুদ্ধে হাত মেলানোর আবেদন জানান।বলেন, ‘আজ মহারাষ্ট্রের আপনাদের প্রয়োজন’।
একটি লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে তিনি জনগণের কাছে লকডাউনে নানাবিধ সমস্যার জন্য ক্ষমা চেয়ে নিয়ে বলেন, এছাড়া উপায় ছিল না।
তিনি রাজ্যবাসীর কাছে আবেদন করেন, সকলে যেন বাড়ি থেকে কোনও কারণে বেরোলেই মাস্ক ব্যবহার করেন। পরিস্থিতির উন্নতি ঘটলেও যেন অভ্যেস জারি রাখেন।
তাছাড়াও ঠাকরে বলেন, যাঁরা এই পরিস্থিতিতে রাজ্যকে যাঁরা সাহায্য করতে চান, তাঁরা যেন নিজেদের যোগাযোগের তথ্য Covidyoddha@gmail.com – আইডি তে ই-মেল করেন।
সেই সঙ্গে তিনি স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য আরও কতকগুলি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেন।
মুম্বইতে রাস্তায় বেরলেই পরতে হবে মাস্ক, নইলে শাস্তি!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Apr 2020 06:04 PM (IST)
খন-যেখানেই যান না কেন, মাস্ক পরতেই হবে। পরা যাবে ওষুধের দোকান থেকে কেনা মাস্ক কিংবা বাড়িতে তৈরি মাস্ক। তবে পরিচ্ছন্ন হতে হবে।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -