মুম্বই: মাত্র কয়েকদিন আগেই ইংল্যান্ডের (England) কোচ হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন। কিন্তু সেই আশা পূরণ হল না। তার আগেই প্রয়াত হলেন অস্ট্রেলিয়ার (Australia) কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। তাঁর প্রয়াণে শোকাহত ক্রিকেটবিশ্ব।


কয়েকদিন আগে ইংল্যান্ডের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শেন ওয়ার্ন বলেন, ‘আমি ইংল্যান্ডের কোচ হতে চাই। ইংল্যান্ডে অনেক ভাল খেলোয়াড় আছে। ইংল্যান্ড দলে গভীরতা আছে। শুধু ওদের প্রাথমিক কাজগুলো ঠিকমতো করে যেতে হবে। এত ক্যাচ ফস্কালে চলবে না। এত নো বলও করা যাবে না। ইংল্যান্ড দলে ভাল খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু ওরা ঠিকমতো খেলতে পারছে না। আমার প্রশ্ন হল, সেটা ওরা কেন করতে পারছে না?’


শেন ওয়ার্ন আরও বলেন, ‘আমি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট নিয়মিত দেখি। আমি ইংল্যান্ডের অনেক ক্রিকেটারকেই বেড়ে উঠতে দেখেছি। ইংল্যান্ড দলে বেশ গভীরতা আছে। কিন্তু ইংল্যান্ড টেস্টে ভাল খেলতে পারছে না।’


অস্ট্রেলিয়ার মাটিতে অ্য়াশেজে ০-৫ ফলে হারের পর পদত্যাগ করেন ইংল্যান্ডের কোচ ক্রিস সিলভারউড। এই সিরিজ জয়ের পরেও কোচ জাস্টিন ল্যাঙ্গারকে সরিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কারণ, তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। শেন ওয়ার্ন অবশ্য প্রাক্তন সতীর্থ ল্যাঙ্গারের প্রশংসা করেন।


শুক্রবার তাইল্যান্ডের কো-সামুইয়ে মৃত্যু হয় শেন ওয়ার্নের। সেই সময় তিনি নিজের ভিলাতেই ছিলেন বলে খবর। সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্ম হয় তাঁর। এর ঠিক ২৩ বছর পরে ১৯৯২-এর ২ জানুয়ারি সিডনিতে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় শেন ওয়ার্নের। প্রথম টেস্টে বড়সড় কোনও সাফল্য না পেলেও, জিওফ মার্শ, ডেভিড বুন, অ্যালান বর্ডারের মতো অজি তারকাদের নজর কেড়ে নেন তিনি। পরের বছর ১৯৯৩ সালের ২৪ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওয়ান ডে-তে অভিষেক হয় শেন ওয়ার্নের।