সিডনি: আগেও তাঁর মানবিক মুখ দেখেছে বিশ্ব। অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি মোকাবিলায় গঠিত ত্রাণের জন্য নিজের সরঞ্জাম নিলাম করেছিলেন। এবার সেই শেন ওয়ার্ন এগিয়ে এলেন করোনা মোকাবিলায়। তাঁর সংস্থা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা থেকে সুরক্ষার অন্যতম অস্ত্র মনে করা হচ্ছে স্যানিটাইজারকেই।

গোটা বিশ্বে মহামারীর চেহারা নিয়েছে নোভেল করোনা ভাইরাস। ওয়ার্নের সংস্থা ‘সেভেন জিরো এইট’ জিন প্রস্তুত করে। অস্ট্রেলিয়ার প্রায় ৬০০ মানুষ করোনা আক্রান্ত। সে দেশের প্রধানমন্ত্রী সাহায্যের আবেদন জানিয়েছেন প্রত্যেকের কাছে। এবার সেই আহ্বানে সাড়া দিলেন ওয়ার্ন।



কিংবদন্তি লেগস্পিনার সোশ্যাল মিডিয়ায় তাঁর সংস্থার একটি বিবৃতি পোস্ট করেছেন। যেখানে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার সামনে কঠিন পরিস্থিতি আর এর মোকাবিলা করা জন্য সকলকে দায়িত্ব নিতে হবে। ওয়ার্ন জানিয়েছেন যে, তাঁর সংস্থা হ্যান্ড স্যানিটাইজার তৈরি করবে। যাতে করোনা মোকাবিলা করা সহজতর হয়।