নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শ্যেন ওয়াটসন প্রায় তিনমাস পর ফের মাঠে ফিরলেন। আর সেই প্রত্যাবর্তণেই রেকর্ড গড়লেন তিনি। ঘরোয়া ক্রিকেট ম্যাচে  মোট ১১৪ রানের মধ্যে বাউন্ডারি থেকেই এল একশ রান । ১৬ টি ছক্কায় সাজানো এই ইনিংস টি ২০ তে তাঁর চতুর্থ সেঞ্চুরি।


সাদারল্যান্ডের হয়ে খেলতে নেমে ওয়াটসন মসম্যানের বিরুদ্ধে মাত্র ৫৩ বলে করলেন অপরাজিত ১১৪ রান।। এই ইনিংসে রয়েছে মাত্র একটি বাউন্ডারি। কিন্তু ওভার বাউন্ডারি মেরেছেন ১৬ টি। তাঁর বিধ্বংসী ইনিংসের দৌলতে সাদারল্যান্ড মাত্র ১৫.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫১ রান তুলে নেয়।

ওয়াটসন একটি ইনিংসে নিজেরই সবচেয়ে বেশি ১৫ টি ওভার বাউন্ডারির রেকর্ড ভেঙেছেন। ২০১১-তে বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে ১৫ বাউন্ডারি মেরেছিলেন।

প্রথম বলে বাউন্ডারি মেরেছিলেন ওয়াটসন। তারপরের ছটি বলে তাঁর ব্যাট থেকে কোনও রান আসেনি। এরপরই গিয়ার বদলান ওয়াটসন। পরের ৪৬ বলে ১১০ রান তোলেন। প্রতি তিনবলের মধ্যে একটি বলে বাউন্ডারির বাইরে পাঠান।

উল্লেখ্য, চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য ছিটকে গিয়েছিলেন ওয়াটসন।। সেই চোট কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরলেন সাড়া জাগিয়েই।