কলম্বো: খেলা ছেড়ে দেওয়ার পরেও ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে কিংবদন্তী সচিন তেন্ডুলকরের জন্য আলাদা জায়গা রয়েছে। তিনি একদিনের আন্তর্জাতিক ম্যাচে যে ১০ নম্বর জার্সি পরে খেলতেন, সেটা পরে অন্য কোনও ক্রিকেটারকে খেলতে দেখতে নারাজ ক্রিকেটপ্রেমীরা। তাই বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে শার্দুল ঠাকুরকে ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখে রাগে ফেটে পড়লেন সচিন-ভক্তরা। তাঁরা ট্যুইটারে ক্ষোভ উগরে দিলেন।


শার্দুলও সচিনের মতোই মুম্বইয়ের ক্রিকেটার। ঘটনাচক্রে তাঁর নামের ইংরাজি বানানের অদ্যাক্ষরও সচিনের মতোই ‘এসটি’। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক ম্যাচে শার্দুল খেললেনও ১০ নম্বর জার্সি পরেই। তিনি জানিয়েছেন, জন্মতারিখের সংখ্যার যোগফল ১০ হওয়াতেই এই জার্সি নম্বর বেছে নেন। কিন্তু সচিনের ভক্তরা শার্দুলের গায়ে ভারতীয় ক্রিকেটের কিংবদন্তীর জার্সি দেখতে নারাজ।