কলকাতা: আশঙ্কা ছিলই। চোটের জন্য শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকেই গেলেন ভুবনেশ্বর কুমার। তাঁর পরিবর্তে দলে নেওয়া হল মুম্বইয়ের পেসার শার্দুল ঠাকুরকে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের পরই ভুবনেশ্বরের চোট নিয়ে জল্পনা শুরু হয়েছিল। বলা হচ্ছিল, টিম ম্যানেজমেন্টকে তাঁর চোটের কথা জানিয়েছেন ভুবনেশ্বর। যদিও দলের তরফে সরাসরি কিছু জানানো হয়নি শুক্রবার পর্যন্ত।
শনিবার ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় যে, ডান কুঁচকিতে চোট লেগেছে ভুবনেশ্বরের। তাঁর চোট পাওয়া জায়গায় আল্ট্রাসাউন্ড স্ক্যান করা হয়েছে এবং বোর্ডের মেডিক্যাল টিম দেখেছে ভুবনেশ্বরের স্পোর্টসম্যান’স হার্নিয়ার লক্ষণ রয়েছে। এ ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে।
চোট পেয়ে ছিটকেই গেলেন ভুবনেশ্বর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে দলে শার্দুল
Web Desk, ABP Ananda
Updated at:
14 Dec 2019 11:50 AM (IST)
শনিবার ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় যে, ডান কুঁচকিতে চোট লেগেছে ভুবনেশ্বরের।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -