ঢাকা: বাংলাদেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা। এখনও পর্যন্ত বাংলাদেশ মহিলা ক্রিকেটে কারও কোনও শতরান নেই। কিন্তু এই প্রথম সেঞ্চুরি হাঁকালেন শারমিন। মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়া সেই ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়েছেন শারমিন। 


মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেই ম্যাচে সেঞ্চুরি হাঁকালেন শারমিন আক্তার সুপ্তা। আন্তর্জাতিক ওয়ানডেতে মেয়েদের ক্রিকেটে এটাই বাংলাদেশের প্রথম সেঞ্চুরি। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে দেয় সালমা-রোমানারা।


ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিলো ৭৫। রুমানা আহমেদ ও সালমা খাতুন দুই জন ৭৫ রানের ইনিংস খেলেছিলেন। তবে এই ম্যাচের আগে শারমিনের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৭৪। ২০১৭ সালে কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওই ইনিংসটি খেলেছিলেন।


ইনিংসের ৪৩তম ওভারের প্রথম বলে সেঞ্চুরি পূরণ করেন ২৫ বছর বয়সি শারমিন। যুক্তরাষ্ট্রের বাঁহাতি পেসার টারা নরিসকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। তিন অঙ্কে পৌঁছাতে তার লাগে ১১৭ বল। তিনি ফিফটি ছুঁয়েছিলেন ৫৫ বলে।


সোমবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচও জিতল পাকিস্তান। নিজেদের ঘরের মাঠে হোয়াইওয়াশ হয়ে গেল মাহমুদুল্লাহদের দল। ঢাকার শের ই বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তান যথাক্রমে ৪ ও ৮ উইকেটে জিতেছিল। এদিন পাকিস্তান বাংলাদেশকে হারাল ৫ উইকেটে। আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ফের ঢাকার শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। খেলা শুরু ৪ ডিসেম্বর থেকে। সেই সিরিজে কেমন পারফর্ম করে বাংলাদেশ, তা দেখার। আসন্ন টেস্ট সিরিজেও তামিমের অভাব অনভূত করবে টাইগার বাহিনী। 


আরও পড়ুন: জীবে প্রেম...কোহলির নতুন রূপ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়