বার্মিংহ্যাম: আগামী ১ আগস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের পাঁচ টেস্টের সিরিজ শুরু হচ্ছে। পাঁচদিনের ম্যাচের এই সিরিজে ইংল্যান্ডকে কোনও সুযোগ দিতে চান না ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী। সিরিজের জন্য প্রস্তুত ভারতীয় দল। অনুশীলন ম্যাচে ব্যাটসম্যানদের ফর্ম সন্তুষ্ট করেছে টিম ম্যানেজমেন্টকে। যদিও মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ওপেনার শিখর ধবন ও চেতেশ্বর পূজারার রান না পাওয়া। ধবন প্রস্তুতি ম্যাচের দুটি ইনিংসেই খাতাও খুলতে পারেননি। অন্যদিকে, পূজারা প্রথম ইনিংসে ১ এবং দ্বিতীয় ইনিংসে ২৩ রান করেছেন।
ব্যাটসম্যানদের ফর্মের ভিত্তি অধিনায়ক বিরাট কোহলি ও কোচ শাস্ত্রী ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে রণনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটাতে পারেন। যদিও অনুশীলন ম্যাচে পূজারার রান না পাওয়ার ওপর বেশি গুরুত্ব দিলেন না কোচ শাস্ত্রী। এর পাশাপাশি অবশ্য তিনি  বলেছেন, এই সিরিজে পূজারাকে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।
শাস্ত্রী বলেছেন, ‘ওর রান না পাওয়া নিয়ে চিন্তা করছি না। ওকে নিজের ভূমিকা পালন করতে হবে। ও ভালোমতোই জানে যে, তিন নম্বর ব্যাটসম্যানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজারা খুবই অভিজ্ঞ। বড় স্কোর থেকে ও মাত্র একটি ইনিংস দূরে রয়েছে। ওর ক্রিজে সময় কাটানোর প্রয়োজন রয়েছে। একবার ৬০-৭০ রানে পৌঁছে গেলেই ওর মেজাজ পুরোপুরি বদলে যাবে। ওর চিন্তাভাবনা যাতে এই পথেই প্রবাহিত হয়, তা নিশ্চিত করাই আমার কাজ’।
পূজারা ব্যর্থ হলে ম্যানেজমেন্ট তাঁকে প্রথম একাদশের বাইরে রাখতে পারে। ভারতের বেঞ্চ স্ট্রেংথ দেখলে দেখা যাবে যে, প্রায় সব ব্যাটসম্যান ফর্মে রয়েছেন। কাজেই টিম ম্যানেজমেন্টের কাছে বিকল্প রয়েছে। পূজারা ব্যর্থ হলে তাঁর জায়গায় কে এল রাহুলকে নিয়ে আসা হতে পারে।
ওপেনার হিসেবে ধবন ও মুরলী বিজয়কেই যে খেলানো হবে, তারও ইঙ্গিত দিয়েছেন। দলে তৃতীয় ওপেনার হিসেবে রাখা হয়েছে রাহুলকে। শাস্ত্রী  বলেছেন, 'আমাদের ব্যাটিং অর্ডার খুবই নমনীয় হবে। তৃতীয় ওপেনার প্রথম চারের যে কোনও জায়গাতেই খেলতে পারে। আমরা এ ব্যাপারে খুবই নমনীয়'।