কলকাতা: কোচ নির্বাচন নিয়ে সৌরভ-রবি শাস্ত্রী তরজায় নয়া মোড়৷ শাস্ত্রীর অভিযোগের জবাবে এদিন পাল্টা দিলেন সৌরভও।
কয়েকদিন আগেই, রবি শাস্ত্রী অভিযোগ তোলেন কোচ নির্বাচনের ইন্টারভিউয়ের সময় উপস্থিত ছিলেন না সৌরভ৷
এবার পাল্টা উত্তর দিয়েছেন সৌরভ। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ইন্টারভিউতে শাস্ত্রীর গা-ছাড়া মনোভাব দেখিয়েছিলেন।
সৌরভ বলেন, পরামর্শদাতা কমিটির একমাত্র সদস্য তিনি নন৷ কোচ নির্বাচনের দায়িত্বও একা তাঁর নয়৷ পুরো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড৷
এরসঙ্গেই, টিম ইন্ডিয়ার প্রাক্তন টিম ডিরেক্টরকে একেবারে স্টেপ আউট করে ‘বাপি বাড়ি যা’ ঢঙে সৌরভ বলেন, শাস্ত্রী যা বলছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। উনি যদি মনে করে থাকেন, তাঁর কোচ নির্বাচিত না হওয়ার নেপথ্যে আমি দায়ী, তাহলে মূর্খের দুনিয়ায় বাস করছেন।
এক ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে শাস্ত্রীর অভিযোগ ছিল, ভারতীয় দলের কোচের মত শীর্ষ পদের জন্য যাঁরা ইন্টারভিউ দিচ্ছেন, তাঁদের সামনে উপস্থিত থাকা উচিত সৌরভের৷
বিশেষত, কোচ নির্বাচনের দায়িত্ব যখন তাঁর হাতে দেওয়া হয়েছে৷ আশা করি আগামি দিনে একথা মনে রাখবে সে৷
এর উত্তরে এদিন সৌরভ বলেন, উনি আমাকে এমন উপদেশ দিয়েছেন শুনেই আমার রাগ হয়েছে। আমি বিসিসিআই-এর হয়ে বহু বৈঠকে অংশ নিয়েছি। আমি সবসময় হাজির থেকেছি।
প্রাক্তন ভারত অধিনায়ক যোগ করেন, ইন্টারভিউ যখন ভারতীয় টিমের কোচের মতো গুরুত্বপূর্ণ পদের, তখন শাস্ত্রীর উচিত ছিল কলকাতায় সশরীরে কমিটির সামনে হাজির হয়ে ইন্টারভিউ দেওয়া। ছুটি কাটানোর মাঝে ব্যাঙ্কক থেকে ভিডিও কনফারেন্সে তাঁর ইন্টারভিউ দেওয়া উচিত হয়নি৷
সৌরভ জানান, শাস্ত্রী তাঁকে ব্যক্তিগত আক্রমণ করায় তিনি আহত হয়েছেন। তিনি বলেন, যে ব্যক্তি ২০ বছর ধরে বিসিসিআই-এর সব কমিটিতে থেকেছেন, তাঁর মুখে একথা মানায় না। ১০ বছর আগে, শাস্ত্রী তাঁর জায়গায় কোচ নির্বাচন করছেন। ওনার সব জানার কথা।
এরসঙ্গেই সৌরভের হুঁশিয়ারি, তিনি বোর্ডকে ১৯ তারিখেই সব জানিয়েছেন। তাঁর কাছে সব চিঠি রয়েছে। বোর্ডের সবুজ সঙ্কেত এলেই তিনি ওই চিঠি প্রকাশ করে দেবেন।
মূর্খের দুনিয়ায় বাস করছেন শাস্ত্রী, জানালেন ক্ষিপ্ত সৌরভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Jun 2016 02:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -